শনিবার

১৩ সেপ্টেম্বর ২০২৫


২৯ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

আরো দুজনের মৃত্যু: মায়ানমারে জনতাকে রাস্তায় নামার আহবান

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০৬, ১৩ মার্চ ২০২১  
আরো দুজনের মৃত্যু: মায়ানমারে জনতাকে রাস্তায় নামার আহবান

ছবি: ইয়াঙ্গুনে শুক্রবার সন্ধ্যার পর মোমবাতির শিখা নিয়ে রাস্তায় নামে হাজার জনতা 

ঢাকা (১৩ মার্চ): মায়ানমারে পুলিশের গুলিতে শুক্রবার রাতে অনন্ত দুজন নিহত হয়েছে। শনিবার স্থানীয় মিডিয়া সূত্রে রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

এদিকে ১৯৮৮ সালের এক ছাত্র হত্যার বার্ষিকীকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা জান্তা বিরোধী বিক্ষোভ আরো জোরদারে রাস্তায় নামার আহবান জানিয়েছে। ১৯৮৮ সালের ওই ঘটনায় সরকার বিরোধী আন্দোলন বেগবান হয়েছিল।   

এদিকে মায়ানমারের উদ্ভুত পরিস্থিতিতে সেখানে গণতন্ত্র পুনস্থাপনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপানের নেতৃবৃন্দ এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এরই মধ্যে শনিবার সেখানে জান্তা বিরোধী অসহযোগ আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ আরো জোরাল করার জানানো হলো।   

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে শুক্রবার রাতে মায়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের থারকেটা জেলায় পুলিশের এলাপাথারি গুলিতে দুইজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। ডিভিবি নিউজ বলছে, গ্রেপ্তার করা লোকজনের মুক্তির দাবিতে থারকেটা থানার বাইরে জনতা বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের লক্ষ্য করে এলাপাথারি গুলি করে।   

ফোন মাওয়ের মৃত্যু বার্ষিকীতে সবাইকে জান্তা বিরোধী বিক্ষোভে অংশ নিতে রাস্তায় নেমে আসার আহবান জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে। ১৯৮৮ সালে রেঙ্গুন ইন্সটিটিউট অব টেকনোলজির ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনীর গুলিতে ফোন মাও নিহত হয়েছিল। 

ফোন মাওয়ের এ মৃত্যু এবং কয়েকদিন পর আরো এক ছাত্রের মৃত্যু দেশ ব্যাপী সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভকে উদ্বুদ্ধ করেছিল। ওই বছর আগস্ট মাসে এ ঘটনার কারণে সরকারের ওই অভিযানকে ৮-৮-৮৮ অভিযান বলে উল্লেখ করা হয়। ওই বিক্ষোভ দমনে সেনাবাহিনী প্রায় ৩ হাজার মানুষকে হত্যা করেছিল। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়