শনিবার

১৩ সেপ্টেম্বর ২০২৫


২৯ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

হুইল চেয়ারে করে প্রচারণায় নামছেন মমতা

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০৩, ১৩ মার্চ ২০২১  
হুইল চেয়ারে করে প্রচারণায় নামছেন মমতা

ছবি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, সংগৃহীত

ঢাকা (১৩ মার্চ): হুইল চেয়ারে করে আসন্ন বিধানসভা নির্বাচনে নামছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। যদিও চিকিৎসকরা আরও কিছুদিন বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু তিনি তা কানে তুলছেন না। খবর আনন্দবাজার পত্রিকা।

পত্রিকাটির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সবকিছু ঠিকঠাক থাকলে সোমবারই তাকে আবারও প্রচারণায় দেখা যাবে। ঝাড়গ্রাম জেলা থেকে প্রচার শুরু করবেন। এ সময় তিনি চলাফেরা করবেন হুইলচেয়ারে। 
এর আগে রবিবার নন্দীগ্রাম দিবসে নিজ বাড়ি থেকে তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন মমতা। বৃহস্পতিবার ইশতেহার প্রকাশের কথা থাকলেও আকস্মিক দুর্ঘটনায় তা করতে পারেনি তিনি। 

পায়ের চোট নিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা নিয়ে পুরোপুরি সেরে ওঠার আগেই শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরেছেন মমতা। বুধবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পওে কেন্দ্র সফরের সময়ই তিনি গুরুতর আঘাত পান। শরীরের কয়েকটি স্থানে আঘাত লাগে। দ্রুত সেখান থেকে তাকে আনা হয় এসএসকেএম-এ। পরীক্ষা-নিরীক্ষার পরে চিকিৎসকরা আঘাত লাগা পায়ে প্রাথমিক প্লাস্টার করেন। সেই প্লাস্টার খুলে এ দিন ফের পরীক্ষার পরে আর একটি প্লাস্টার করা হয়। দেওয়া হয় বিশেষ ধরনের প্লাস্টার স্যু। 

চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে আরও ৪৮ ঘন্টা হাসপাতালে পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিয়েছিলেন। এছাড়াও অন্তত এক সপ্তাহ বিছানায় বিশ্রাম নেওয়ার পরামর্শ ছিল চিকিৎসকদের। তবে মমতা চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে বাড়ি ফিরে যান। সিদ্ধান্ত নেন হুইল চেয়ারে করেই প্রচার চালাবেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়