শনিবার

১৩ সেপ্টেম্বর ২০২৫


২৯ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বাঁধার সত্যতা মেলেনি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:০৪, ১৩ মার্চ ২০২১  
অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বাঁধার সত্যতা মেলেনি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি: অ্যাস্ট্রাজেনেকার টিকা

ঢাকা (১২ মার্চ): রক্ত জমাট বাঁধার আশঙ্কায় অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়া বন্ধের কোনো কারণ নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ টিকা নেওয়ার কারণে রক্ত জমাট বাঁধার অভিযোগের কোনো সত্যতা মেলেনি বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।

অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার কারণে রক্ত জমাট বাঁধার আশঙ্কায় বুলগেরিয়া, ডেনমার্ক ও নরওয়ের মতো দেশগুলো টিকার ব্যবহার স্থগিত রেখেছে বলে শুক্রবার বিবিসি জানিয়েছিল।

এ প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস শুক্রবার বলেন, ‘টিকা নেওয়া ও রক্ত জমাট বাঁধার ঝুঁকির মধ্যে কোনো যোগসূত্র নেই।’

অ্যাস্ট্রাজেনেকার টিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি একটি ‘দুর্দান্ত’ টিকা এবং এর ব্যবহার অব্যাহত রাখা উচিত।’

ইতোমধ্যে প্রায় ৫০ লাখ ইউরোপীয় অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন।

বিবিসি জানিয়েছে, ইউরোপে ভ্যাকসিন দেওয়ার পরে রক্ত জমাট বাঁধার প্রায় ৩০টি ঘটনা ঘটেছে। ইতালিতে রক্ত জমাট বাঁধায় ৫০ বছর বয়সী এক ব্যক্তির মারা গেছেন এমন খবরও পাওয়া গেছে।

এ প্রেক্ষিতে হ্যারিস বলেন, নিরাপত্তার প্রশ্নে বিষয়গুলো নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তদন্ত করছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়