Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
নিউ হ্যাম্পশায়ারে ছোট্ট শহরে বাইডেন জয়ী

বুধবার

১৩ আগস্ট ২০২৫


২৯ শ্রাবণ ১৪৩২,

১৮ সফর ১৪৪৭

নিউ হ্যাম্পশায়ারে ছোট্ট শহরে বাইডেন জয়ী

বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:১৭, ৪ নভেম্বর ২০২০  
নিউ হ্যাম্পশায়ারে ছোট্ট শহরে বাইডেন জয়ী

ছবি: সিএনএন

ঢাকা ৩ নভেম্বর: যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিলে নচ গ্রামের মানুষের দেয়া পাচটি ভোটই পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটিও ভোট পাননি। সোমবার স্থানীয় সময় প্রথম প্রহরে হেমলেট এলাকার বালসামস হোটেলের হেল হাউসে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট দিয়েছেন সেখানকার বাসিন্দারা।

মার্কিন নির্বাচনের রীতি অনুযায়ী, ডিক্সভিলে নচের বাসিন্দারা আগে ভোট দেন। সোমবার মধ্যরাতে কেন্দ্র খোলার পর পরই প্রাপ্তবয়স্ক ভোটাররা বালসামস হোটেলের ‘ব্যালট রুমে’ জড়ো হন। সবার ভোট দেওয়া শেষে গণনা হয় ব্যালট। এরপর ফল জানিয়ে দেওয়া হয়।

তবে এ কেন্দ্রের ফলের সঙ্গে সবসময় রাজ্যে কারা সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট পেতে যাচ্ছেন কিংবা কে হতে যাচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট, তার আভাস পাওয়া যায় না। ২০১৬ সালের নির্বাচনে এ কেন্দ্রে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন জিতেছিলেন; নিউ হ্যাম্পশায়ারে সেবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাম্প সামান্য ব্যবধানে হেরে গিয়েছিলেন। যদিও অন্য রাজ্যগুলোর ভোট তাকে ঠিকই হোয়াইট হাউজে পৌঁছে দিয়েছিল।

ডিক্সভিলে নচের কাছাকাছি মিলসফিল্ডেও মধ্যরাতের পর পরই ভোট হয়েছে। সেখানে ট্রাম্প বাইডেনকে ১৬-৫ ভোটে হারিয়েছেন বলে জানিয়েছে সিএনএন।

সবার আগে ভোট হওয়া যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট গ্রামীণ শহর নচ কানাডার সীমান্তঘেঁষা। এখানকার বাসিন্দারা ‘ঐতিহ্যগতভাবে’ ১৯৬০ সাল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে সবার আগে ভোট দিয়ে আসছেন।

ডিক্সভিলে নচের পার্শ্ববর্তী মিলসফিল্ডেও রাতে ভোট শুরু হয়েছে। তবে একই ঐতিহ্য অনুসরণ করে আসা এই এলাকার তৃতীয় আরেকটি গ্রামে করোনাভাইরাসের কারণে এবার রাতের সময়ে ভোট দেওয়া থেকে বিরত রয়েছেন। কেন্দ্রটির ৪৮ ভোটারকে এবার দিনের বেলায় ভোট দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়