সোমবার

০৮ সেপ্টেম্বর ২০২৫


২৪ ভাদ্র ১৪৩২,

১৪ রবিউল আউয়াল ১৪৪৭

করোনার টিকা নিলেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:২৬, ২৯ জানুয়ারি ২০২১  
করোনার টিকা নিলেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

ঢাকা (২৯ জানুয়ারি): জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। বৃহস্পতিবার নিউইয়র্কে তিনি এ টিকা নিয়েছেন বলে জাতিসংঘ দপ্তরের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। খবর সিনহুয়ার।

অ্যান্তোনিও গুতেরেস এক টুইটার বার্তায় বলেছেন, তিনি টিকা নিতে পেরে ভাগ্যবান এবং কৃতজ্ঞ বোধ করছেন। তিনি সমতার ভিত্তিতে প্রত্যেকের জন্য ভ্যাকসিন সহজলভ্য করা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

জাতিসংঘ প্রধান লিখেছেন, ‘এই মহামারি কবল থেকে আমরা কেউ নিরাপদ না যতক্ষণ না আমরা সকলে নিরাপদ।’

জাতিসংঘ দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তর থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত ব্রোনেক্সে অ্যাডলাই ই. স্টিভানসন হাই স্কুলে তিনি এ টিকা নেন।

ডিসেম্বরে গুতেরেস ঘোষণা দিয়েছিলেন যে তিনি আনন্দের সাথে প্রকাশ্যে টিকা নেবেন। তিনি আরো বলেন, টিকা নেয়া হচ্ছে তার জন্য একটি নৈতিক দায়িত্ব।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়