মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ট্রাম্পকে সরাতে সংবিধানের ২৫তম সংশোধনী কার্যকরে প্রস্তাব পাস

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৫২, ১৩ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:৫৫, ১৩ জানুয়ারি ২০২১
ট্রাম্পকে সরাতে সংবিধানের ২৫তম সংশোধনী কার্যকরে প্রস্তাব পাস

ছবি: সংগৃহীত

ঢাকা (১৩ জানুয়ারি): প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে সংবিধানের ২৫তম সংশোধনী কার্যকরে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে প্রতিনিধি পরিষদ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে কংগ্রেসের ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ নিম্নকক্ষে প্রস্তাবটি পাস করা হয়েছে। খবর আল জাজিরা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা ত্যাগের মাত্র আটদিন আগে অযোগ্য ঘোষণার জন্য ডেমোক্র্যাট নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদে ২২৩-২০৫ ভোটে প্রস্তাবটি পাশ করা হয়। তবে এতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কোন মত পরিবর্তন করবেন না বলেই মনে হচ্ছে। কেননা, তিনি ইতোমধ্যেই জানিয়েছেন ট্রাম্পকে সরানোর পক্ষে কাজ করতে তিনি রাজী নন।

ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে সংবিধানের ২৫তম সংশোধনী কার্যকর করবেন না বলে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে এর আগে জানিয়ে দিয়েছিলেন পেন্স।

তাকে লেখা চিঠিতে ভাইস প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে ২৫তম সংশোধনী কার্যকর করবেন না। এটি ভয়ংকর নজির তৈরি করবে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ‘ক্ষমতা ধরে রাখতে এবং দায়িত্ব পালনে অক্ষম হলে’ যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনীর মাধ্যমে ভাইস প্রেসিডেন্ট ক্ষমতায় বসতে পারেন।

যদিও প্রতিনিধি পরিষদের এই প্রস্তাব কার্যত সফলতার মুখ দেখছে না, তবে এর প্রতীকী গুরুত্ব আছে। প্রস্তাবটি এমন সময় পাস হলো যখন আইনপ্রণেতারা ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ।

সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ ভেস্তে যাওয়ায় সহিসংতা উসকে দেওয়ার অভিযোগে বুধবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব উত্থাপিত হতে পারে।

প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সেই প্রস্তাব পাস হবে বলেই ধারণা করা হচ্ছে। সেটি হলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট যার বিরুদ্ধে দুইবার অভিশংসনের প্রস্তাব পাস হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়