মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ইন্দোনেশিয়ায় ৬২ যাত্রী নিয়ে বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৩৩, ১০ জানুয়ারি ২০২১   আপডেট: ০১:০৪, ১০ জানুয়ারি ২০২১
ইন্দোনেশিয়ায় ৬২ যাত্রী নিয়ে বিমান নিখোঁজ

উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা বোয়িং ৭৩৭ বিমানের অংশ বিশেষ খুঁজে পেয়েছেন। ছবি: ডেইলি মেইল

ঢাকা (৯ জানুয়ারি): ইন্দোনেশিয়ায় ৬২ জন যাত্রী নিয়ে যাত্রা করার পর একটি বোয়িং ৭৩৭ বিমান নিখোঁজ হয়েছে। বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে বলে আশংকা করা হচ্ছে। শনিবার রাজধানী জাকার্তার বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর রয়টার্স, ডেইলি মেইল।

কর্মকর্তাদের বরাত দিয়ে ডেইলি মেইলের রিপোর্টে বলা হয়েছে, শ্রীবিজয় এয়ারের বোয়িং ৭৩৭ বিমানটি রাজধানীর সুকর্ন-হাত্তা ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্টিয়ানাকে যাচ্ছিল। হঠাৎ বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জাকার্তা এবং বোর্নিও দ্বীপের কালিমান্তান প্রদেশের মধ্যে জাভা সাগরের উপর দিয়ে গন্তব্যে পৌঁছাতে সাধারণত বিমানে ৯০ মিনিট সময় লাগে। কিন্তু বোয়িং বি৭৫৭-৫০০ বিমানটি উড্ডয়নের মাত্র চার মিনিট পর ৬০ সেকেন্ডের কম সময়ের মধ্যে প্রায় ১১,০০০ ফিট উপর থেকে নীচে পড়ে বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।

এ দুর্ঘটনায় ২৬ বছর বয়সী বিমানটিতে থাকা ৬২ জনের সবার মৃত্যু হয়েছে বলে আশংকা করা হচ্ছে। এদের মধ্যে ৬ শিশু চার নবজাতকসহ ৫৬ জন যাত্রী, দুজন পাইলট এবং চারজন কেবিন ক্রু রয়েছেন।   

জাকার্তার উত্তরে উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা ওই বিমানের অংশ বিশেষ খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট ট্রেডার টুয়েন্টিফোর ডটকম জানিয়েছে, এক মিনিটের মধ্যে বিমানটি তিন হাজার মিটারের বেশি উচ্চতা থেকে নেমে এসেছিল।

ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের একটি যাত্রীবাহী বিমান সাগরে বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায় নিহত হয় ১৮৯ জন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়