সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা এক সপ্তাহ বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:২৮, ২৮ ডিসেম্বর ২০২০  
সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা এক সপ্তাহ বৃদ্ধি

ছবি: আরব নিউজ

ঢাকা (২৮ ডিসেম্বর): জল, স্থল ও আকাশপথে সৌদি আরবে প্রবেশের নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়। সোমবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কাল মঙ্গলবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। খবর আরব নিউজ।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রনাল বলেছে, বেশ কয়েকটি দেশে শনাক্ত করা কোভিড ১৯ এর নুতন রূপ ছড়িয়ে পরা প্রতিহত করতেই সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে ব্যতিক্রম ক্ষেত্রে বিশেষ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সৌদি আরবের বাসিন্দা নন এমন লোকজন ইচ্ছে করলে সৌদি আরব ছেড়ে যেতে পারবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি মন্ত্রনালয়ের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। অবস্থার প্রেক্ষিতে প্রয়োজন হলে এ নিষেধাজ্ঞা আরো বাড়ানো হতে পারে।

২১ ডিসেম্বর হঠাৎ সৌদি আরব এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করে। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, বিশ্বের কয়েকটি দেশে করোনার নতুন রূপ শনাক্ত হওয়ায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই বলা হয়, এক সপ্তাহের এই নিষেধাজ্ঞা বাড়তে পারে। সোমবার ছিল নিষেধাজ্ঞার শেষ দিন। নতুন ঘোষণার ফলে আরও এক সপ্তাহ বন্ধ থাকবে আন্তর্জাতিক সব ফ্লাইট।

ব্রিটেনে শনাক্ত হওয়া কোভিড-১৯ এর নতুন রূপ শনাক্তের কারণে বিশ্বের ৫০টির বেশি দেশ ব্রিটেনের বিরুদ্ধে ভ্রমন নিষেধাজ্ঞা জারি করেছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়