সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

দ্বাদশ শ্রেণির শিক্ষাথীদের ১০ হাজার করে টাকা দিচ্ছেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৪২, ২৩ ডিসেম্বর ২০২০  
দ্বাদশ শ্রেণির শিক্ষাথীদের ১০ হাজার করে টাকা দিচ্ছেন মমতা

ছবি: সংগৃহীত

ঢাকা (২২ ডিসেম্বর): পশ্চিমবঙ্গের দ্বাদশ শ্রেণির শিক্ষাথীদের অনলাইনে পড়শোনার জন্য ট্যাব দেয়ার ঘোষণা দিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সময় এবং সুযোগের অভাবে রাজ্যের সাড়ে ৯ লাখ শিক্ষার্থীর হাতে সেটা তুলে দিতে পারছেন না। তাই মঙ্গলবার সব শিক্ষার্থীর অ্যাকাউন্ডে ১০ হাজার টাকা করে পাঠানোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। খবর জিনিউজ।

মুখ্যমন্ত্রী মমতা মঙ্গলবার নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেব বলেছিলাম। আমরা দরপত্র ডাকলে বড়জোর এক থেকে দেড় লক্ষ ট্যাব পেতে পারি। চীনা ট্যাব কিনতে পারবো না। ভারত সরকার বারণ করেছে। তাই অফিসারদের নিয়ে সিদ্ধান্ত নিয়েছি, দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০ হাজার করে টাকা দিয়ে দেয়া হবে।

মমতা বলেন, ১০ হাজার টাকা দিয়ে ছাত্রছাত্রীরা নিজেরাই মোবাইল বা ট্যাব কিনে নিতে পারবে। সে কারণই এ সিদ্ধান্ত নিয়েছি। আগামি ৩ সপ্তাহে সবার অ্যাকাউন্টে টাকা চলে যাবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়