সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

টেলিযোগাযোগ খাতকে ‘জরুরি সেবা’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:০২, ৫ এপ্রিল ২০২১  
টেলিযোগাযোগ খাতকে ‘জরুরি সেবা’ ঘোষণা

ছবি: বিটিআরসি লোগো, সংগৃহীত

ঢাকা (০৪ এপ্রিল): লকডাউনের সময় দেশের টেলিযোগাযোগ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সেবাকে ‘জরুরি সেবা’ ঘোষণা করে নির্দেশনা জারি করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

রবিবার কমিশনের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক গোলাম রাজ্জাক স্বাক্ষরিত এ নির্দেশনা দেশের টেলিযোগাযোগ খাতের সকল প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোভিড সংক্রান্ত  লকডাউন চলাকালীন জরুরি সেবা হিসাবে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও সেবা সচল রাখার স্বার্থে টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি ও এসব প্রতিষ্ঠানের গাড়ি দৈনিক ও নিয়মিত চলাচল ও কর্ম সম্পাদনের জরুরি প্রয়োজনীয়তা রয়েছে। এ কারণে সব টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি এবং এসব প্রতিষ্ঠানের গাড়ি প্রয়োজন মতো চলাচলে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

একইসঙ্গে টেলিযোগাযোগ সেবা প্রদানকারীদের নিজ নিজ স্থাপনা বা অফিসে লাইসেন্স, পারমিট, রেজিষ্ট্রেশনের কপি, সংরক্ষণ, প্রদর্শন এবং কর্মরত ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র বহনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এই নির্দেশনা দেশের সকল মোবাইল ফোন অপারেটর, আইএসপি ও আইপিটিএসপি, এনটিটিএন অপারেটর, টাওয়ার শেয়ারিং অপারেটর, কল সেন্টার, আইজিডাব্লিউ, আইআইজি, আইসিএক্স, নিক্স, আইটিসি ও টিভাস অপারেটরদের পাঠানো হয়েছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়