সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

বাংলাদেশ ব্যাংকসহ দু’শোর বেশি প্রতিষ্ঠানে সাইবার হামলা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৩৪, ২ এপ্রিল ২০২১   আপডেট: ০০:৫৩, ৩ এপ্রিল ২০২১
বাংলাদেশ ব্যাংকসহ দু’শোর বেশি প্রতিষ্ঠানে সাইবার হামলা

ছবি: বাংলাদেশ ব্যাংকের লোগো

ঢাকা (০২ এপ্রিল): বাংলাদেশ ব্যাংকসহ দেশের দুইশো’র বেশি প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে হাফনিয়াম নামে একটি হ্যাকার গ্রুপ। এর মাধ্যমে হ্যাকাররা এসব প্রতিষ্ঠান থেকে তথ্যও হাতিয়ে নিয়েছে। বিজিডি ই গভ সার্ট এর প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজিডি ই গভ সার্ট এর প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ গণমাধ্যমকে জানান, ২০০’র বেশি প্রতিষ্ঠানের সার্ভারে হাফনিয়াম-এর অস্তিত্ব পাওয়া গেছে। ই-মেইলের মাধ্যমে এই হামলা পরিচালনা করা হয়েছে। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম থেকে মনিটরিং করার সময় এই হামলার বিষয়টি শনাক্ত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিজিডি ই গভ সার্ট ওয়েবসাইটে ‘সাইবার থ্রেট রিপোর্ট- এক্সপ্লয়টেশন অব মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার ভালনারাবিলিটিজ: কনটেক্স বাংলাদেশ’ শীর্ষক এক রিপোর্টের মাধ্যমে বৃহস্পতিবার সাইবার হামলার বিষয়ে সতর্ক করা হয়েছে। এই প্রতিষ্ঠান সাইবার নিরাপত্তা এবং সংঘটনা ব্যবস্থাপনার মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে গৃহীত সরকারের উদ্যোগগুলোর উন্নয়ন ও বিকাশে সহযোগিতা করে থাকে।

রিপোর্টে বলা হয়েছে, বিজিডি ই গভ সার্টের সাইবার হুমকি গবেষণা ইউনিট জানতে পেরেছে যে, বাংলাদেশের বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কিছু আইপি অ্যাড্রেস সাইবার হামলার শিকার হয়েছে এবং কিছু আইপি এখনো হুমকির মুখে রয়েছে। 

এতে বলা হয়, সাইবার এ হামলার মধ্যে টেকনিকস অ্যান্ড প্রসিডিউর (টিটিপিএস) এবং ইনডিকেটর্স অব কম্প্রোমাইজ (আইওসিএস) দুই প্রক্রিয়াই অবলম্বন করা হয়েছে। এ ধরণের হুমকি থেকে নিরাপদ থাকতে বিজিডি ই গভ সার্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থাকে তাদের সিস্টেমের টিটিপিএস পরীক্ষার করতে এবং সন্দেহজনক কোন তৎপরতা চিহ্নিত করতে আইওসিএস ব্যবহারের পরামর্শ দিয়েছে।  

বিজিডি ই গভ সার্ট বলছে, হাফনিয়াম নামে পরিচিত হ্যাকার গ্রুপ এ সাইবার হুমকির জন্য দায়ী। এর সঙ্গে আরো বেশ কয়েকটি হ্যাকার গ্রুপ সম্পৃক্ত রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।  

‘হাফনিয়াম’ সম্পর্কে বিজিডি ই গভ সার্ট জানিয়েছে, এটি একটি সাইবার গুপ্তচরবৃত্তি গোষ্ঠী। এটি কখনও কখনও বড় ধরনের হুমকি দেয়। চীন সরকারের মদদে এই গ্রুপটি চীনের বাইরে থেকে পরিচালিত হয়ে থাকে। সাইবার হামলার ধরণ পর্যবেক্ষণের প্রেক্ষিতে বলা হয়েছে হাফনিয়াম প্রাথমিক ভাবে যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ গবেষণাগার, আইনি প্রতিষ্ঠান, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিরক্ষা ঠিকাদার, নীতিনির্ধারণী থিঙ্কট্যাঙ্ক, এবং এনজিওর মতে বিভিন্ন প্রতিষ্ঠানকে টার্গেট করে থাকে। 

বাংলাদেশসহ ২৩টি দেশকে ইতোমধ্যে হাফনিয়াম এর লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে বিজিডি ই গভ সার্ট উল্লেখ করেছে।  
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়