শনিবার

১৩ সেপ্টেম্বর ২০২৫


২৯ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

এক টুইটের দাম ২০ লাখ ডলার

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:২১, ৭ মার্চ ২০২১  
এক টুইটের দাম ২০ লাখ ডলার

ছবি: টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি, সংগৃহীত

ঢাকা (০৭ মার্চ): সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের একটি টুইটের দাম উঠেছে ২০ লাখ মার্কিন ডলার। শনিবার পর্যন্ত নিলামে এই দাম উঠে। খবর ভয়েস অব আমেরিকার।

এত দামি এই টুইটটি আর কারো নয়। স্বয়ং টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি’র টুইট এটি। নিলামে সবচেয়ে বেশি দর তুলেছেন ক্রিপটোকারেন্সি প্রযুক্তির প্লাটফর্ম ট্রনের প্রতিষ্ঠাতা জাস্টিন সান।

২০০৬ সালের ২১ মার্চ প্রথম টুইট পোস্টে তিনি বলেন, ‘জাস্ট সেটিং আপ মাই টুইটার’। এই টুইটের ক্রেতা পাবেন একটি স্বাক্ষরিত ডিজিটাল প্রশংসাপত্র। 

‘ভ্যালুয়েবেলস’ নামে একটি ওয়েবসাইট জানিয়েছে, টুইটটি কেনার সঙ্গে স্বাক্ষরিত বেসবল কার্ড কেনার মিল রয়েছে। সংস্থাটি জানিয়েছে, টুইটটির একটিই মাত্র অর্থাৎ অনন্য স্বাক্ষরিত সংস্করণ রয়েছে এবং এটির উদ্ভাবক তা বিক্রি করতে সম্মত হলে ক্রেতা সারা জীবনের জন্যেই এটি পেয়ে যাবেন। তবে মূল টুইটটি বিক্রির পরেও ওয়েবসাইটে থাকবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়