Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
ফের চাঁদে মহাকাশযান পাঠাল রাশিয়া

শুক্রবার

০৯ মে ২০২৫


২৬ বৈশাখ ১৪৩২,

১১ জ্বিলকদ ১৪৪৬

ফের চাঁদে মহাকাশযান পাঠাল রাশিয়া

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১০:১৭, ১১ আগস্ট ২০২৩  
ফের চাঁদে মহাকাশযান পাঠাল রাশিয়া

সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: সবশেষ ১৯৭৬ সালে চাঁদে মহাকাশ যান পাঠিয়েছিল রাশিয়া। যদিও দেশটি তখন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। দীর্ঘ ৪৭ বছর পর শুক্রবার (১১ আগস্ট) লুনা-২৫ নামে আরেকটি মহাকাশযান চাঁদে পাঠিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস।

রুশ সংবাদ মাধ্যম আরটি’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 রসকসমসের লাইভ সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, দেশটির ভস্টকনি কসমোড্রোম থেকে স্থানীয় সময় আজ শুক্রবার (১১ আগস্ট) রাত ২টা ১০ মিনিটে চাঁদের উদ্দেশে মহাকাশযানটি যাত্রা শুরু করে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশযানটির ওজন প্রায় ৮০০ কেজি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ আগস্ট এটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। সফল হলে এটি ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-৩ এর দুদিন আগেই চাঁদের মেরুতে অবতরণ করবে।
 
 রসকসমস জানিয়েছে, লুনা-২৫ মহাকাশযানটির চাঁদ পর্যন্ত পৌঁছাতে মূলত সময় লাগবে পাঁচ থেকে সাত দিন। বাকি পাঁচ থেকে সাত দিন লুনা-২৫ চাঁদের কক্ষপথে অবস্থান করবে, যাতে অবতরণের জন্য সম্ভাব্য তিনটি স্থান ভালোভাবে যাচাই করতে পারে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ দিন ধরে চাঁদে মানব বসতি গড়ার সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে উপগ্রহটিতে পানির সন্ধান চলছে। এবার সেই দৌড়ে যোগ দিল রাশিয়ায়। দেশটির মহাকাশযান লুনা-২৫ চাঁদের দক্ষিণ মেরুতে পানির উৎসের সন্ধান করবে।
 
রাশিয়া এমন এক সময়ে এই মহাকাশযান পাঠিয়েছে যা ভারতের চন্দ্রযান-৩ পাঠানোর সময়ের কাছাকাছি। তবে রাশিয়া ও ভারতের মহাকাশযান একই এলাকায় অবস্থান করলেও তারা পরস্পরের কাজে বাধা হয়ে দাঁড়াবে না। কারণ, উভয় মহাকাশযানই আলাদা আলাদাভাবে কাজ করার জন্য নির্দেশ দিয়ে পাঠানো হয়েছে।
 
লুনা-২৫ হলো আধুনিক রাশিয়ার পাঠানো প্রথম কোনো মহাকাশযান। এই মহাকাশযানটি শতভাগ রাশিয়ার অভ্যন্তরীণ উপাদান এবং প্রযুক্তিতে তৈরি। এরআগে রাশিয়া তাদের উত্তরসূরি দেশ সোভিয়েত ইউনিয়ন ১৯৫৮ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ২৪টি লুনার মিশন বা চাঁদে ২৪ বার মহাকাশযান পাঠিয়েছিল।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়