ডেভেলপারদের জন্য চ্যাটজিপিটি উন্মুক্ত করলো ওপেনএআই
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ফাইল ফটো
ডেস্ক রিপোর্ট: এবার ডেভেলপারদের জন্য চ্যাটজিপিটি ও হুইস্পার উন্মুক্ত করলো ওপেনএআই। এতে যুক্তরাষ্ট্রের গবেষণা ল্যাবরেটরির দুই সেবায় নিজেদের অ্যাপে ব্যবহার করতে পারবে থার্ড পার্টি। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেসের (এপিআই) মাধ্যমে তা করতে হবে।
ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এক ব্লগ পোস্টে ওপেনএআই জানিয়েছে, এপিআইতে চ্যাটজিপিটি ও হুইস্পার মডেল প্রবর্তন করা হয়েছে। ফলে এখন অত্যাধুনিক ভাষা এবং স্পিচ-টু-টেক্সট ফিচারে অ্যাক্সেস পাবে ডেভেলপাররা।
মার্কিন প্রতিষ্ঠানটি বলছে, এখন একাধিক উন্নত ভাষা মডেল পেতে পারেন চ্যাটজিপিটি এপিআই ব্যবহারকারীরা। ফলে বিকল্প বেছে নিতে পারবেন তারা।
ইতোমধ্যে চ্যাটজিপিটির এপিআই ব্যবহার শুরু করেছে কয়েকটি কোম্পানি। সেই তালিকায় আছে স্ন্যাপচ্যাট।
চ্যাটজিপিটির এপিআই ইনস্টল করতে খরচ হচ্ছে মাত্র শূন্য দশমিক ০০২ ডলার।
ওপেনএআই বলছে, আমাদের প্রচলিত জিপিটি-৩.৫ মডেলগুলোর চেয়ে যা ১০ গুণ সস্তা।
হুইস্পার এপিআই প্রসঙ্গে কোম্পানিটি বলছে, এর প্রতি মিনিট অডিও প্রতিলিপি করতে কেবল শূন্য দশমিক ০০৬ ডলার খরচ হবে।
ওপেনএআই দাবি করছে, প্রত্যেককে অবিশ্বাস্য সুবিধা এবং অর্থনৈতিক ক্ষমতা দেবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই)। এতে যেকোনো কিছু অর্জন সম্ভব।
ডি