মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

আগামি ১ জুলাই থেকে অবৈধ মোবাইল সেট আর চলবে না: শ্যাম সুন্দর সিকদার

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:০৬, ৮ জানুয়ারি ২০২১   আপডেট: ০১:২২, ৮ জানুয়ারি ২০২১
আগামি ১ জুলাই থেকে অবৈধ মোবাইল সেট আর চলবে না: শ্যাম সুন্দর সিকদার

গ্রাফিক্স: বিজনেস ইনসাইডার

ঢাকা(০৭ জানুয়ারি): আগামি ১ জুলাই থেকে দেশে অবৈধ হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। তিনি বলেন, যেসব ক্লোন বা নকল আইএমইআই সম্বলিত এবং অবৈধভাবে আমদানি করা হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে যুক্ত আছে, সেগুলো নেটওয়ার্ক থেকে বিছিন্ন করার প্রক্রিয়ায় যাচ্ছে বিটিআরসি। 

বৃহস্পতিবার বিকালে বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে  বিটিআরসি চেয়ারম্যান এসব কথা বলেন। 

চেয়ারম্যান বলেন,আগামি  ১ জুলাই থেকে গ্রাহকদের হাতে থাকা মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। বাজারে যেসব অবৈধ হ্যান্ডসেট আছে সেগুলো আর চলবে না। তবে গ্রাহকের হাতে থাকা হ্যান্ডসেটের ব্যবহারে সমস্যা হবে না বলে জানান তিনি। 

তিনি জানান, এই প্রক্রিয়া শুরু হলে অবৈধ হ্যান্ডসেটে প্রাথমিকভাবে নির্দিষ্ট একটি সিম ছাড়া অন্য কোনো সিম কাজ করবে না। নির্দিষ্ট সময় পরে কোনো সিমই কাজ করবে না। ফলে গ্রাহকরা বাধ্য হয়েই নকল বা অবৈধ হ্যান্ডসেট ব্যবহার বন্ধ করবেন।

সরকারি কোনো  পরিসংখ্যান  না  থাকলেও ব্যবসায়ীদের হিসাবে, দেশে বর্তমানে প্রায় ৩ কোটি অবৈধ হ্যান্ডসেট রয়েছে। নকল মোবাইল সেট বৈধের সুযোগ, অবৈধ আমদানি, চুরি, স্বাস্থ্য ঝুঁকি ও নকল হ্যান্ডসেট  প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত, রাজস্ব ক্ষতি ঠেকাতে এই পদক্ষেপ নেওয়ার কথা জানায় বিটিআরসি। 

এছাড়া মোবাইল অপারেটরদের সেবা সন্তোষজনক নয় বলেও মন্তব্য করেছেন বিটিআরসি চেয়ারম্যান। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়