মঙ্গলবার

০৪ নভেম্বর ২০২৫


২০ কার্তিক ১৪৩২,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘প্রায় তৈরি’ গুগল অ্যাসিস্টেন্টের ড্রাইভিং মোড

বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:১৭, ২১ অক্টোবর ২০২০  
‘প্রায় তৈরি’ গুগল অ্যাসিস্টেন্টের ড্রাইভিং মোড

ছবি: গুগল

ঢাকা ২০ অক্টোবর: ফোনের জন্য গুগল অ্যাসিস্টেন্টেরড্রাইভিং মোডআনার প্রতিশ্রুতি দিয়েছিলো গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ২০১৯ সালের মধ্যবর্তী সময়ের মধ্যেই ওই মোডের দেখা পাবেন ব্যবহারকারীরা। সেটি এখন "প্রায় তৈরি" বলে জানিয়েছে গুগল।

সম্প্রতি এক্সডিএ-ডেভেলপার্সের এক প্রতিবেদনে জানা গেছে, ওই মোডটি প্রস্তুত হয়ে গেছে। তবে, প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট জানিয়েছে, গুগল ২০১৯ সালের আই/ তেড্রাইভিং মোড’-এর যে নমুনা দেখিয়েছিল, তা অনেকটাই বদলে গেছে। তবে, মূল ধারণাটি আগের মতোই আছে।

বড় বাটন অক্ষরের সাহায্যে ব্যবহারকারীকে চ্যাটিং করতে, মেসেজ পাঠাতে গান শুনতে দেবে গুগল অ্যাসিস্টেন্টের ওই ড্রাইভিং মোড। এনগ্যাজেট জানিয়েছে, দেখে মনে হচ্ছে শুধু সার্ভার উপযোগী হিসেবেই আপাতত এসেছে মোডটি যা কোনো পরীক্ষার অংশ হতে পারে।

এর সঙ্গে গুগল ম্যাপ বা সার্চ অ্যাপের কোনো সুনির্দিষ্ট সংস্করণ জুড়ে রাখা নেই। ধারণা করা হচ্ছে, ব্যবহারকারী অ্যাকাউন্টের উপর নির্ভর করবে প্রবেশাধিকার। ব্যাপারে এখনও কোনা মন্তব্য করেনি গুগল।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়