রোববার

১২ মে ২০২৪


২৯ বৈশাখ ১৪৩১,

০৪ জ্বিলকদ ১৪৪৫

করোনাকালে বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় ভিয়েতনামের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:০৯, ১৩ নভেম্বর ২০২০   আপডেট: ০০:১১, ১৩ নভেম্বর ২০২০
করোনাকালে বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় ভিয়েতনামের রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

ঢাকা (১২ নভেম্বর): ভিয়েতনাম বাংলাদেশের ডিজিটাল প্রযুক্তির উন্নয়নসহ করোনাকালেও অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ শক্তিশালী প্রবৃদ্ধি অর্জনকে উন্নয়নের জন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে। বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে ঢাকায় তার দপ্তরে বাংলাদেশের ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন অনলাইন প্লাটফর্মে সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন।

সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বি-পক্ষীয় বিভিন্ন বিষয়াদি বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মত বিনিময় করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের অভিন্ন ইতিহাস রয়েছে। দুদেশের জনগণই নিজ নিজ দেশকে স্বাধীন করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গত এগারো বছরে ডিজিটাল অবকাঠামো ও প্রযুক্তিসহ দেশের সার্বিক উন্নয়ন তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার ডিজিটাল রূপান্তরের যাত্রা প্রাথমিক স্তর থেকে বাংলাদেশ শুরু করেছে। করোনাকালে দেশের মানুষের দ্বিগুণেরও বেশী ইন্টারনেট চাহিদা মিটিয়ে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে আমরা আমাদের ডিজিটাল বাণিজ্যসহ জীবনযাত্রা সচল রেখেছি। সরকার ও তার সেবা ডিজিটাল হযেছে। তিনি বলেন সরকারের লক্ষ্য হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। তিনি ভিয়েতনামের বিপ্লবী নেতা হুচি মিনকে আইকন হিসেবে উল্লেখ করেন। ভিয়েতনামিদের পরিশ্রমি ও মেধাবি হিসাবে বর্ণনা করে সাম্প্রতিক বছরগুলোতে সেদেশের ব্যাপক উন্নয়নের প্রশংসাও করেন তিনি।

রাষ্ট্রদূত ভিয়েত চিয়েন ভিয়েতনামের পোস্ট ও টেলিকম মন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, বাংলাদেশের বিশাল অর্জন দেখে তিনি খুব খুশি। বাংলাদেশ সরকার ঘোষিত রূপকল্প-২০২১ ও ২০৪১ এর সঙ্গে ভিয়েতনামের উন্নয়ন পরিকল্পনায় মিল থাকার কথাও বলেন রাষ্ট্রদূত।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়