বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

তাৎক্ষণিক চিকিৎসাসেবা চালু করল ‘পাঠাও’ 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:২১, ১৭ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:২৩, ১৭ এপ্রিল ২০২১
তাৎক্ষণিক চিকিৎসাসেবা চালু করল ‘পাঠাও’ 

তাৎক্ষণিক চিকিৎসাসেবা চালু করল ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম ‘পাঠাও’ 

ঢাকা (এপ্রিল ১৭): স্বাস্থ্যসেবাকে সবার জন্য আরও সহজলভ্য করার লক্ষ্য নিয়ে হেলথ-টেক স্টার্টআপ ‘মায়া’র সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে দেশের বৃহৎ ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম পাঠাও ‘পাঠাও হেলথ’ নামে নতুন সেবা চালু করল।

পাঠাও অ্যাপের মধ্যে চালু করা ‘পাঠাও হেলথ’ ফিচারে রয়েছে, পরিচয় গোপন রেখে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করার সুযোগ, চিকিৎসকদের কাজ থেকে ই-প্রেসক্রিপশন পাওয়া এবং স্বাস্থ্য সম্পর্কিত ব্লগ ও অন্যান্য উৎস থেকে তথ্য জানা।

গত বছর, মহামারির শুরু থেকেই পাঠাও অ্যাপে ‘পাঠাও হেলথ’ সহজলভ্য ছিল। এবারও ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম হিসেবে ‘পাঠাও হেলথ’ প্রয়োজনীয় সেবা হিসেবেই গ্রাহকদের কাছে নতুন আরও ফিচার নিয়ে ফিরছে।

এ প্রসঙ্গে পাঠাও প্রেসিডেন্ট ফাহিম আহমেদ বলেন, ‘মায়া’র সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে আমরা পাঠাওয়ের ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্মের শক্তিকে কাজে লাগাতে দৃঢ়প্রত্যয়ী, যার মাধ্যমে ব্যবহারকারীদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কিত তথ্য ও বিভিন্ন সমাধান দেওয়া যায়।

পাঠাও হেলথ সেবার মধ্যে রয়েছে পরিচয় গোপন রেখে স্বাস্থ্যসেবা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা, লাইভ-চ্যাটের মাধ্যমে চিকিৎসক ও সেবাগ্রহীতাদের সংযোগ ঘটানো, ডাক্তারি পরামর্শের পর ই-প্রেসক্রিপশন প্রদান। এ ছাড়া প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা ‘পাঠাও’ এর মাধ্যমে নিকটস্থ ফার্মেসি থেকে ওষুধও কিনতে পারবেন।

হেড অবস সেলস, বিটুবি অ্যান্ড পার্টনারশিপ অব মায়া ইন বাংলাদেশ, আদিল এইচ চৌধুরী এ বিষয়ে বলেন, পাঠাও এর সঙ্গে মায়ার এই ধরনের যথোপযুক্ত অংশীদারত্ব, রোগীদের জন্য ডিজিটাল উপায়ে স্বাস্থ্য পরামর্শ থেকে বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়াকে আরও বেশি দক্ষ, নিপুণ ও তড়িৎ করবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়