গুগলের ডুডলে পহেলা বৈশাখ
বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: গুগলের ডুডলে পহেলা বৈশাখ
ঢাকা (১৪ এপ্রিল): আজ পহেলা বৈশাখ। সারাবিশ্বের বাঙালিদের পাশাপাশি জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলও এ বছর রঙিন অ্যানিমেটেড ডুডলের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করছে।
গুগলের হোম পেজে ব্যানারে দেখা গেছে কেউ একজন মঙ্গল শোভাযাত্রার ছবি আকছে। প্রতি বছর মহাসমারোহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট থেকে এ শোভাযাত্রা বের করা হলেও গেল বছরের মতো এবারও করোনাভাইরাসের কারণে সেটা সম্ভব হয়নি।
মঙ্গল শোভাযাত্রায় সময়, বাঘ, পেঁচা এবং বাংলাদেশের স্থানীয় অন্যান্য প্রাণীদের রঙিন মুখোশ নিয়ে বাঙালির ঐতিহ্য তুলে ধরা হয়।
প্রতিটি প্রতীকের আলাদা অর্থ থাকলেও, সম্মিলিতভাবে গুগল এ ডুডলে বাঙালির নিজস্ব সংস্কৃতি ধারণ এবং লালনের জন্য, শান্তি এবং সম্প্রীতির সঙ্গে এগিয়ে যাবার আহবান জানানো হয়েছে।
এদিকে, কোভিড ১৯ এর তীব্রতা রোধে এক সপ্তাহব্যাপী সর্বাত্মক লকডাউন শুরুর মধ্য দিয়ে বুধবার শুরু হয়েছে ১৪২৮ সালের বাংলা নববর্ষের প্রথম দিন।
পহেলা বৈশাখ দেশের অন্যতম একটি ঐতিহ্যবাহী উৎসব। ৪০০ বছর আগে সম্রাট আকবর বাংলা ক্যালেন্ডার তৈরি করেছিলেন। তিনি ক্যালেন্ডারের সঙ্গে ব্যবসার হিসাব রাখতে উদ্বুদ্ধ করতে পহেলা বৈশাখ পালন শুরু করেছিলেন। এই ঐতিহ্যবাহী উৎসবে, বাঙালি ব্যবসায়ীরা তাদের পুরানো হিসাবের খাতা বন্ধ করে নতুন খাতা খোলার মাধ্যমে হালখাতার সূচনা করেন।