ফেসবুক খুলে দেওয়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ফাইল ফটো
ঢাকা (২৯ মার্চ): সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক খুলে দেওয়া হয়েছে। সোমবার সন্ধার পর থেকেই ব্যবহারকারীরা ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করতে পারছেন।
শুক্রবার থেকেই বাংলাদেশে ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার সীমিত করা হয়েছিল। দেশের বর্তমান পরিস্থিতিতে কবে নাগাদ ফেসবুক খোলা হবে সে বিষয়ে এর আগে সুনির্দিষ্ট ভাবে কোন তথ্য দিতে পারেনি বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি)।
বিটিআরসি পক্ষ থেকে সোমবার বলা হয়েছিল, ফেসবুক কবে তা খুলে দেয়া হবে তা 'বলা যাচ্ছে না'। অনেকেই ফেসবুকে লগইন করতে পারছিলেন না। যাদের লগইন করা আছে তারা কোন আপডেট পাচ্ছিলেন না। ভালভাবে কাজ করছিল না মেসেঞ্জার সেবাও। এমনকি কোথাও কোথাও উচ্চগতির ইন্টারনেটের গতিও কম পাওয়া যাচ্ছিল। এ অবস্থায় ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন ফেসবুক, মেসেঞ্জার ও অনলাইন-ভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তারা।
তবে সোমবার সন্ধ্যার পর থেকেই ব্যবহারকারীরা ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করতে পারছেন বলে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।
ফেসবুকের পক্ষ থেকে শনিবারই বিবৃতি দিয়ে বলা হয়েছিল, বাংলাদেশে 'একাধিক সেবা সীমিত করার' বিষয়ে তারা অবগত আছে। 'বিষয়টি তারা বোঝার চেষ্টা করছে' এবং আশা করছে যে, 'দ্রুতই তাদের পূর্ণাঙ্গ সেবা আবার সচল হবে'।