শুক্রবার

১২ সেপ্টেম্বর ২০২৫


২৮ ভাদ্র ১৪৩২,

১৯ রবিউল আউয়াল ১৪৪৭

সিঙ্গারে সাশ্রয়ী মূল্যে ডেল ও এইচপির ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০১, ৫ মার্চ ২০২১   আপডেট: ২০:০২, ৫ মার্চ ২০২১
সিঙ্গারে সাশ্রয়ী মূল্যে ডেল ও এইচপির ল্যাপটপ

ছবি: সিঙ্গার বাংলাদেশ

ঢাকা (০৫ মার্চ): ক্রেতাদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে সিঙ্গার দিচ্ছে ডেল ও এইচপি’র ল্যাপটপে আকর্ষণীয় অফার। ২,৬০০ টাকা পর্যন্ত ছাড় সুবিধায় এবং কিস্তিতে ক্রেতারা এখন খুব সহজেই সিঙ্গার থেকে ডেল কিংবা এইচপি’র ল্যাপটপ কিনতে পারবেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিঙ্গার এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গারের রিটেইল আউটলেট থেকে শিক্ষার্থীরা ০% ইন্টারেস্টে আট মাসের ইএমআই সুবিধায় ডেল ও এইচপি’র ল্যাপটপে এ অফার উপভোগ করতে পারবেন। অন্যদিকে শিক্ষকদের জন্য এই অফারটি দশ মাস থাকবে। 

চলমান পরিস্থিতিতে বাসা থেকে কাজ ও অনলাইন ক্লাসের জন্য ল্যাপটপ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এ বিষয়টি মাথায় রেখেই সম্প্রতি বাংলাদেশ বাজারে সিঙ্গার একাদশ প্রজন্মের ডেল ল্যাপটপ নিয়ে এসেছে।

সিঙ্গার কল সেন্টারে- ১৬৪৮২ নম্বরে ফোন করে এবং এই ঠিকানায় িি.িংরহমবৎনফ.পড়স ভিজিট করে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়