প্রতিযোগিতা দৌড়ে প্রথম গুগল ক্রম
বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা (২ অক্টোবর): ব্রাউজার মার্কেটে প্রতিযোগিতা ও জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে আছে গুগল ক্রম। আর টেকনো জায়ান্ট মাইক্রোসফটের এজ ব্রাউজারের জনপ্রিয়তা আগের চেয়ে একটু বেড়েছে বলে নেটমার্কেটশেয়ারের প্রদত্ত তথ্যে প্রতীয়মান হচ্ছে। সোমবার বিজনেসলাইনে প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য জানা গেছে।
রিপোর্টে বলা হয়েছে, ব্রাউজারের জনপ্রিয়তার প্রশ্নে অক্টোবর মাসে বাজারে গুগল ক্রমের শেয়ার ছিল ৬৯ দশমিক ২৫ শতাংশ। অথচ সেপ্টেম্বরে এর শেয়ারের পরিমাণ ছিল ৬৯ দশমিক ৯৪ শতাংশ। এক্ষেত্রে মাইক্রোসফট এজের শেয়ার বেড়েছে। সেপ্টেম্বরে এর শেয়ার ৮ দশমিক ৮৪ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে এসে দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ শতাংশে।
এজ ব্রাউজারকে জনপ্রিয় করতে মাইক্রোসফট এবার বেশ উঠেপড়ে লেগেছে। কোন কোন ক্ষেত্রে ব্যবহারকারীদেরকে ইন্টারনেট এক্সপ্লোরার থেকে এজ ব্রাউজারে রিডাইরেক্ট করে দেয়া হচ্ছে। এ মাসেই মাইক্রোসফট এজের স্ট্যাবল ভার্সন ৮৭ প্রকাশিত হতে যাচ্ছে। এক্ষেত্রে যেসব ওয়েবসাইট ইন্টারনেট এক্সপ্লোরারে ব্যবহার উপযোগী নয় সেগুলোর ক্ষেত্রে মাইক্রোসফট ব্যবহারকারীদেরকে এজে রিডাইরেক্ট করে দেবে। এ ক্ষেত্রে ব্যবহারকারী একবার এ সংক্রান্ত একটি ডায়লগ বক্স দেখতে পাবেন।
গুগল আর মাইক্রোসফটের এ ব্রাউজার লড়াইয়ে মার্কেট শেয়ারের বিচারে মোজিলা ফায়ারফক্স অবস্থান করছে তৃতীয় অবস্থানে। নেটমার্কেটশেয়ারের তথ্যে দেখা যাচ্ছে অক্টোবরে ৭ দশমিক ২২ শতাংশ শেয়ার নিয়ে ফায়ারফক্স তৃতীয় অবস্থানে রয়েছে।





















