বৃহস্পতিবার

০৪ সেপ্টেম্বর ২০২৫


২০ ভাদ্র ১৪৩২,

১১ রবিউল আউয়াল ১৪৪৭

৩০ জানুয়ারি ইন্টারনেট ধীর গতি থাকবে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:৫৮, ২৫ জানুয়ারি ২০২১  
৩০ জানুয়ারি ইন্টারনেট ধীর গতি থাকবে

ছবি: সংগৃহীত

ঢাকা(২৪ জানুয়ারি): দ্বিতীয় সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের জন্য আগামি ৩০ জানুয়ারি রাতে ইন্টারন্টে ধীর গতির হবে।  

রবিবার বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দ্বিতীয় সাবমেরিন কেবল (এসইএ-এমই-ডব্লিউই-৫) কনসোর্টিয়ামের সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত  ৪ ঘন্টা ক্যাবল মেরামতের পরিকল্পনা রয়েছে। ওই সময়ে এসইএ-এমই-ডব্লিউই- ৫ কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে।

ওই সময় দেশের প্রথম সাবমেরিন ক্যাবল এবং আইটিসি অপারেটরদের সার্কিটগুলো চালু থাকবে। দ্বিতীয় সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন।

ইন্টারনেট সেবাদাতাদের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় এক হাজার ৭০০ জিবিপিএস ব্যান্ডউইডথ ব্যবহার হয়ে থাকে, যার মধ্যে প্রায় অর্ধেক সরবরাহ করে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল। 

বাংলাদেশ প্রথম সাবমেরিন ক্যাবলে যুক্ত হয় ২০০৫ সালে। আর ২০১৭ সালের সেপ্টেম্বরে পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে এসইএ-এমই-ডব্লিউই-৫ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।

সাবমেরিন ক্যাবল ছাড়াও বাংলাদেশ  এখন ৬টি বিকল্প মাধ্যমে (আইটিসি বা ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সঙ্গে যুক্ত।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়