সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

নোকিয়ার ল্যাপটপ বাজারে

বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:১৮, ১৯ ডিসেম্বর ২০২০  
নোকিয়ার ল্যাপটপ বাজারে

ছবি: সংগৃহীত

ঢাকা (১৯ ডিসেম্বর): মোবাইল ফোন নিয়ে ভোক্তদের মাঝে আস্থা সৃষ্টি করা নোকিয়া এবার নতুন পণ্য হিসেবে বাজারে নিয়ে এসেছে ল্যাপটপ। শুক্রবার থেকেই এ ল্যাপটপ ভারতে প্রি বুকিং নেয়া শুরু হয়েছে।

পিওরবুক এক১৪ নামে বাজারে নোকিয়া তাদের নতুন এ ল্যাপটপের পরিচয় করিয়ে দিয়েছে। এখন ভারতে ফ্লিপকার্টে ৫৯,৯৯০ টাকায় এ ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এতে বেশ কিছু দুর্দান্ত ফিচার রয়েছে বলে নোকিয়া জানিয়েছে। এর মধ্যে রয়েছে ৮জিবি ডিডিআরফোর র‌্যাম এবং ৫১২ কিচি এনভিমির এসএসডি সমৃদ্ধ আইফাইভ ১০ম প্রজন্মের কোয়াডকোর প্রসেসর। স্ক্রিন হিসেবে থাকছে ১৪ ইঞ্চি ফুল এইচডি এলইডি ডিসপ্লে।

ওজনে ১ দশমিক ১ কেজি এ ল্যাপটপে থাকছে ইউন্ডোজ ১০। স্লিক ডিজাইনের এ ল্যাপটপে থাকছে ডলবি অডিও সাপোর্টও। ১ দশমিক ১ গিগাহার্টজ টার্বো জিপিইউর সঙ্গে থাকবে ইন্ট্রিগেটেড ইউএইচডি ৬২০ গ্রাফিক্সকার্ড। এতে ব্যাটারি ব্যাকাপ পাওয়া যাবে দীর্ঘ আট ঘণ্টা। আর ৬৫ ওয়াটের ফাস্ট চার্জি সাপোর্ট তো থাকছেই।    

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়