বুধবার

০৮ মে ২০২৪


২৫ বৈশাখ ১৪৩১,

২৯ শাওয়াল ১৪৪৫

লিটন-নাঈমের পর সাকিবও আউট

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৫৫, ২৭ অক্টোবর ২০২১  
লিটন-নাঈমের পর সাকিবও আউট

বাংলাদেশের ওপেনার লিটন দাস, আইসিসি

ঢাকা (২৭ অক্টোবর): বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখের পর আউট হলেন সাকিব আল হাসান। ৫ দশমিক ২ ওভারে মাত্র ২৬ রানে প্রথম দিকের ৩ উইকেট হারিয়ে বেশ চাপে রয়েছে বাংলাদেশ দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ২০তম ম্যাচে টস জিতে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং নেয় বাংলাদেশ। 

ইনিংসের প্রথম ওভারে ইংলিশ অফ স্পিনার মঈন আলীকে পরপর দুই বলে বাউন্ডারি হাঁকিয়ে ওভারে ১০ রান আদায় করে নেন লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ। 

ইনিংসের দ্বিতীয় ওভারে পেস বোলার ক্রিস ওকস দেন মাত্র ৩ রান। ৩য় ওভারে বোলিংয়ে এসে পরপর দুই বলে বাংলাদেশ দলের দুই ওপেনার লিটন-নাঈমকে ক্যাচ তুলতে বাধ্য করেন মঈন আলী। 

ইনিংসের ষষ্ঠ ওভারে ক্রিস ওকসের করা দ্বিতীয় বলে আদিল রশিদের অসাধারণ ক্যাচে পরিনত হন সাকিব আল হাসান। তার বিদায়ে ৫.২.ওভারে মাত্র ২৬ রানে প্রথম দিকের ৩ উইকেট হারায় বাংলাদেশ দল।

বাংলাদেশ দল: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকু রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। 

ইংল্যান্ড: জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান, লিয়াম লিভিং, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়