বুধবার

০১ মে ২০২৪


১৮ বৈশাখ ১৪৩১,

২১ শাওয়াল ১৪৪৫

অষ্টমবারের মতো সাফ চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৫:৪৩, ১৭ অক্টোবর ২০২১   আপডেট: ০৫:৪৫, ১৭ অক্টোবর ২০২১
অষ্টমবারের মতো সাফ চ্যাম্পিয়ন ভারত

ছবি সংগৃহীত

ঢাকা (অক্টোবর ১৬): নেপালকে ৩-০ গোলে পরাজিত করে অষ্টম বারের মতো সাফ অঞ্চলের সেরা খেতাব জয় করে নিলো ভারত। ৮ বার সাফ চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়ল মেন ইন ব্লুজ ব্রিগেড। সাহাল-সুনীলদের গোলে ৩-০ গোলে নেপালকে হারালেন সুনীল ছেত্রীরা।

ম্যাচের শুরু থেকেই এদিন ভয়ঙ্কর আক্রমণ ছিলো ভারতের। ছেত্রীরা সুযোগগুলো নষ্ট না করলে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত ভারত। বিরতির পর আর কোনও ভুল হয়নি। ৪৯ মিনিটে সুনীল ছেত্রীর গোল। মেসিকে ছোয়ার সঙ্গেই ভারতের জয়ের রাস্তাটা তৈরি করে দেন।

এরপর ১ মিনিটের মধ্যে সুরেশের গোলে জয় পাকা হয়ে যায় ভারতের। তবে, তারপরও ভারতীয় দল আক্রমণের ঝাঁঝ বজায় রেখেছিল। উল্টোদিকে নেপাল গোলশোধের মরিয়া চেষ্টা করলেও তাতে সফল হয়নি। ৯০ মিনিটে নেপালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সাহাল আবদুল।

ফলে ৩-০ ব্যবধানে নেপালকে হারিয়ে অষ্টমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হলো ভারত।

Nagad
Walton

সর্বশেষ