ক্ষুব্ধ হয়ে আইপিএল থেকে নাম প্রত্যাহার ইংল্যান্ড তিন ক্রিকেটারের
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি সংগৃহীত
ঢাকা (সেপ্টেম্বর ১২): ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিতাংশ থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছেন তারকা ক্রিকেটাররা। এবার আইপিএল থেকে সরে দাঁড়ালেন তিন ইংলিশ ক্রিকেটার। দেশের দায়িত্ব পালন করার জন্য নাকি আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন ক্রিস ওকস, ডেভিড মালান এবং জনি বেয়ারস্টো।
এর আগে জস বাটলারও আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি ছিলেন রাজস্থান রয়্যালসে। একই দলের বেন স্টোকস বিরতির কারণে এবং জোফরা আর্চার চোটের কারণে আইপিএল খেলতে পারবেন না।
তবে গুঞ্জন ছড়িয়েছে, ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পঞ্চম টেস্ট ম্যাচটি বাতিল হওয়ায় ক্ষেপে গিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। টেস্ট বাতিলের জের ধরে ক্ষুব্ধ হয়ে এক ইংলিশ আইপিএলে খেলতে না যাওয়ার হুমকিও দিয়েছেন।
দ্য সান-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ব্রিটিশ ক্রিকেটারদের দাবি, অনেক ভারতীয় ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফই নাকি হোটেলের বাইরে ঘুরে বেড়িয়েছেন। অথচ তাদের কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল। দু'জনকে আবার ডিপার্টমেন্টাল স্টোরেও ঘুরতে দেখা গেছে। একজন ফটোশ্যুট করতে বের হয়েছিলেন। এর সঙ্গে আবার বাসের পরিবর্তে ট্রেনে করে লন্ডন থেকে ম্যানচেস্টারে গিয়েছিল ভারতীয় দল।
তাছাড়া কোচ রবি শাস্ত্রী এবং বিরাট কোহলির বই প্রকাশ অনুষ্ঠানে যাওয়া নিয়ে বিতর্ক তো রয়েছেই। তাই ভারতীয় শিবিরে করোনা হানা দেওয়ার দায়টাও তাদের উপরেই বর্তায় বলে দাবি ব্রিটিশ ক্রিকেটারদের। আর সেই কারণেই ম্যানচেস্টার টেস্ট বাতিল হয়েছে বলে মনে করছেন তারা। আর এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছেন না ব্রিটিশ ক্রিকেটাররা।
অনেকেরই দাবি, এ ঘটনার প্রতিবাদেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার।