বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
ঢাকা (০৮ সেপ্টেম্বর): এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার আলাদা অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় দলের খেলোয়াড় ও ম্যানেজমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অভিনন্দন বার্তায় টাইগার্সদের জয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
আরেক অভিনন্দন বার্তায় নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বুধবার ম্যাচ শেষে পাঠানো এক অভিনন্দন তিনি বার্তায় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারায় স্বাগতিক বাংলাদেশ। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই টি-টুয়েন্টিতে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জেতে টাইগাররা।