Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ আগস্টে মনোনীত যারা

বৃহস্পতিবার

১৫ মে ২০২৫


১ জ্যৈষ্ঠ ১৪৩২,

১৬ জ্বিলকদ ১৪৪৬

আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ আগস্টে মনোনীত যারা

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৩৬, ৭ সেপ্টেম্বর ২০২১  
আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ আগস্টে মনোনীত যারা

ছবি সংগৃহীত

ঢাকা (সেপ্টেম্বর ৬): দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি চালু করেছে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ প্রথা। পুরুষ ও নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের বিচারে আইসিসি বেছে নেয় মাসের সেরা ক্রিকেটার। তিন ফরম্যাটই আসে বিবেচনায়।

এবার ২০২১ সালের আগস্ট মাসের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।

পুরুষ বিভাগের মনোনয়ন তালিকায় রয়েছেন- জাসপ্রীত বুমরাহ (ভারত), শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান) ও জো রুট (ইংল্যান্ড)।

নারী বিভাগের মনোনয়ন তালিকায় রয়েছেন- গ্যাবি লুইস (আয়ারল্যান্ড), এইমার রিচার্ডসন (আয়ারল্যান্ড) ও নাত্তায়া বুচথাম (থাইল্যান্ড)।

আগস্ট মাসে শাহীন শাহ আফ্রিদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ টেস্টে ছিলেন দুর্দান্ত। ২০০৬ এর পর থেকে পাকিস্তানের ফাস্ট বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারের দেখা পান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৯ রানের জয়ে সিরিজ জয় নিশ্চিত করে পাকিস্তান। সেম্যাচে ১০ উইকেট নেওয়া শাহীন শাহ আগের ম্যাচেও নিয়েছিলেন ৮ উইকেট।

চলমান আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ ৩ টেস্ট খেলেছেন ভারতের বিপক্ষে। প্রথম টেস্টে ৯ উইকেট নেওয়া বুমরাহ লর্ডস টেস্টে ভারতের জয়ে ভূমিকা রাখেন ব্যাট হাতেও। সেখানে মোহাম্মদ শামির সঙ্গে ৮৯ রানের জুটি গড়েন তিনি।

ইংলিশ অধিনায়ক জো রুট ভারতের বিপক্ষে খেলা প্রথম ৩ টেস্টে ৩ সেঞ্চুরি করে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। প্রায় ৬ বছর বাদে আবার সীংহাসনে বসেছেন তিনি।

জিম্বাবুয়ে নারী দলের বিপক্ষে ব্যাটে-বলে অবদান রেখেছেন থাইল্যান্ড নারী দলের নাত্তায়া বুচাথাম। আইসিসি নারী টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার তিন বিভাগেই।

আয়ারল্যান্ড নারী দলের দুই ক্রিকেটার গ্যাবি লুইস ও এইমার রিচার্ডসন আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইউরোপ কোয়ালিফায়ারে ভালো খেলেছেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়