ম্যাচ বাতিলে পূর্ণ তিন পয়েন্টই পাবে আর্জেন্টিনা
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি সংগৃহীত
ঢাকা (সেপ্টেম্বর ৬): কোয়ারেন্টাইন জটিলতায় স্থগিত হয়েছে বিশ্বকাপ বাছাইয়ের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। আর যদি খেলা না হয় তবে পূর্ণ তিন পয়েন্টই যাবে মেসিদের ঘরে।
তবে যদি ম্যাচটি বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন কনমেবলের নিয়ম ব্রাজিলের পক্ষে না আসারই কথা। কনমেবলের শৃঙ্খলাবিধির ৭৪ নম্বর ধারায় স্পষ্টভাবেই উল্লেখ করা আছে, ম্যাচ শুরু হয়ে গেলে খেলা থামিয়ে খেলোয়াড়দের ম্যাচ খেলায় নিষেধাজ্ঞা দেয়া যাবে না। খেলতে বাধা দেওয়া যাবে না।
তবুও যদি ম্যাচ বন্ধ করা হয় তাহলে যে দলের কারণে ম্যাচ থেমে যাবে, সেই দল তিন পয়েন্ট হারাবে। প্রতিপক্ষ দল পাবে সেই তিন পয়েন্ট। এর আগে, খেলা শুরুর আনুমানিক পাঁচ মিনিটের মাথায় থামিয়ে দেওয়া হয় ম্যাচটি।
ব্রাজিল কর্তৃপক্ষের অভিযোগ, ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনার চার খেলোয়াড় কোয়ারেন্টাইন না করেও খেলতে নেমেছেন।
চার আর্জেন্টাইন ফুটবলারের স্বাস্থ্যের ছাড়পত্র দেওয়া নিয়ে ঝামেলায় শেষ পর্যন্ত মাঠই ছেড়ে চলে যায় আর্জেন্টিনা দল।