বিশ্বকাপ বাছাইয়ে আজ মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি সংগৃহীত
ঢাকা (সেপ্টেম্বর ৫): বিশ্বকাপের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল।
রবিবার (৫ সেপ্টেম্বর) সাও পাওলোর নিউ কিমিকা অ্যারেনায় ম্যাচটি শুরু হবে রাত একটায়।
সাত ম্যাচে চার জয় ও তিনটি ড্রতে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান আর্জেন্টিনার। সব মিলিয়ে টানা ১৮ ম্যাচে অপরাজিত আলবিসেলেস্তেরা।
ভেনেজুয়েলার বিপক্ষে কঠিন ট্যাকলের ধকল কাটিয়ে দলকে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। আর টানা সাত জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে শীর্ষে ব্রাজিল। এ ম্যাচে তাই দুই মাস আগে কোপা আমেরিকা হারের প্রতিশোধ মাথায় থাকবে সেলেসাওদের।
তবে কোভিড প্রোটোকল ও ইনজুরি সমস্যায় মারকুইনহোসসহ কয়েকজনকে পাচ্ছেন না ব্রাজিল।