Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
রোহিত-রাহুলের ব্যাটে ভারতের প্রতিরোধ চেষ্টা

বৃহস্পতিবার

১৫ মে ২০২৫


১ জ্যৈষ্ঠ ১৪৩২,

১৭ জ্বিলকদ ১৪৪৬

রোহিত-রাহুলের ব্যাটে ভারতের প্রতিরোধ চেষ্টা

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:১৬, ৪ সেপ্টেম্বর ২০২১  
রোহিত-রাহুলের ব্যাটে ভারতের প্রতিরোধ চেষ্টা

ছবি সংগৃহীত

ঢাকা (সেপ্টেম্বর ৪): ৯৯ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করেছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ব্যাটে লড়াইয়ের আভাস দিয়েছে রেখেছে ভারতও। ওভাল টেস্টের দ্বিতীয় দিন কোনো উইকেট না হারিয়ে শেষ করেছে সফরকারীরা।

রোহিত শর্মা ও লোকেশ রাহুলের দৃঢ়তায় দিন শেষ করে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪৩ রান তুলেছে ভারত। দিন শেষে উইকেটে ২০ রানে অপরাজিত রোহিত, আর ২২ রানে ব্যাট করছেন রাহুল। এখনও ৫৬ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৯১ রানে অলআউট হয়ে দিন শেষ করে ভারত। বিপরীতে ব্যাট করতে নেমে ৬২ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে যায় ইংলিশরা। তবে, শেষ পর্যন্ত ইংল্যান্ডকে আশার আলো দেখিয়েছেন ছয় নম্বরে ব্যাট করা ওলে পোপ। ১৫৯ বলে করেন ৮১ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। তাঁর সঙ্গে ভালো করেন ক্রিস ওকস। তিনি করেন ৬০ বলে ৫০।

এ ছাড়া ৩৫ রান করেন মঈন আলি। তাতে ২৯০ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। লিডও পায় ৯৯ রানের।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস : ৬১.৩ ওভারে ১৯১

ইংল্যান্ড ১ম ইনিংস : (আগের দিন ৫৩/৩) ৮৪ ওভারে ২৯০ (বার্নস ৫, হামিদ ০, মালান ৩১, রুট ২১, ওভারটন ১ পোপ ৮১, বেয়ারস্টো ৩৭, মইন ৩৫, ওকস ৫০, রবিনসন ৫, অ্যান্ডারসন ১*; উমেশ ১৯-২-৭৬-৩, বুমরাহ ২১-৬-৬৭-২, শার্দুল ১৫-২-৫৪-১, সিরাজ ১২-৪-৪২-১, জাদেজা ১৭-১-৩৬-২)।

ভারত ২য় ইনিংস : ১৬ ওভারে ৪৩/০ (রোহিত ২০*, রাহুল ২২*; অ্যান্ডারসন ৬-১-১৩-০, রবিনসন ৪-০-২১-০, ওকস ৫-১-৮-০, ওভারটন ১-০-১-০)।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়