টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি সংগৃহীত
ঢাকা (সেপ্টেম্বর ৩): পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জয় লাভ করেছে বাংলাদেশ। এদিন টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয় করে নেয় বাংলাদেশ। জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন স্বাগতিক বোলাররা।
কিউইদের বিপক্ষে টি-টুয়েন্টিতে এটিই ছিল প্রথম জয় টাইগারদের। আগের দশ লড়াইয়ে সবকটিতে জয় ছিল নিউজিল্যান্ডের। হোম কন্ডিশনের সুযোগ দারুণভাবে কাজে লাগিয়ে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল/ফিন অ্যালেন, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম লাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাককনি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, ব্লেইর টিকনার এবং জ্যাকব ডাফি।