ক্রিকেটার ইকবালের পাশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি.
ঢাকা (০২ সেপ্টেবর): বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান ইকবাল হোসেনের পাশে এসে দাঁড়িয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি.।
বৃহস্পতিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, দেড় বছর বয়সে পোলিও জ¦রে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়েন ইকবাল। বাম পায়ের উরু থেকে ধীরে ধীরে চিকন হতে থাকে। যার ফলে তিনি স্বাভাবিক চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেন। ২০১৬ সালে পত্রিকায় বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টিমের জন্য বিজ্ঞাপন দেখে আবেদন করে প্রায় পাঁচ হাজার প্রতিযোগির মধ্যে জাতীয় দলে সুযোগ পান ইকবাল হোসেন। ইকবাল হোসেন দেশ-বিদেশের একাধিক আন্তর্জাতিক খেলায় অংশ গ্রহণ করেছেন। পেয়েছেন অনেক পুরস্কার। দেশের জন্যে বয়ে এনেছেন সম্মান। তবে দেশের জন্যে সম্মান আর নিজে অনেক পুরস্কার অর্জন করলেও আর্থিক স্বচ্ছলতা আসেনি ইকবালের পরিবারে।
নিয়মিত খেলা না হওয়ার কারনে অর্থাভাবে সে বাধ্য হয়ে খাবার হোটেলে কাজ শুরু করে। কিন্তু করোনা অতিমারীর কারনে হোটেলের কাজও বন্ধ হেেয় যায়। ফলে পরিবার নিয়ে তার দিন কাটছে অর্ধাহারে-অনাহারে। বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে তার দুরবস্থার কথা জেনে তার এই দুঃসময়ে এগিয়ে এসেছে তৃতীয় প্রজেেন্মর জনপ্রিয় আধুনিক শরীয়াহ ভিত্তিক বেসরকারী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি.।
সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের ক্রিকেটার মো. ইকবাল হোসেনকে আগস্ট মাস হতে প্রতি মাসে নগদ সহায়তা দেয়া শুরু করেছে। এ সহায়তা পেয়ে ইকবাল হোসেন অত্যন্ত খুশী হন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্র্তৃপক্ষের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, দেশের যে কোন ক্রান্তিলগ্নে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. সব সময় ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি আর্ত মানবতার সেবাকে প্রাধান্য দিয়ে থাকে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘সবারজন্য সবসময়’ স্লোগান নিয়ে অসহায়-দুস্থ, দূর্যোগ পীড়িত মানুষের পাশে থেকে কাজ করে আসছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি.।