Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
বার্সেলোনায় মেসির ১০ নাম্বার জার্সি পাচ্ছে আনসু ফাতি

শুক্রবার

১৬ মে ২০২৫


২ জ্যৈষ্ঠ ১৪৩২,

১৭ জ্বিলকদ ১৪৪৬

বার্সেলোনায় মেসির ১০ নাম্বার জার্সি পাচ্ছে আনসু ফাতি

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:০৬, ২ সেপ্টেম্বর ২০২১  
বার্সেলোনায় মেসির ১০ নাম্বার জার্সি পাচ্ছে আনসু ফাতি

ছবি সংগৃহীত

ঢাকা (সেপ্টেম্বর ১): লিওনেল মেসির বিদায়ের পর ১০ নম্বর জার্সি কাকে দেয়া হবে, সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। তালিকায় ছিল সার্জিও আগুয়েরো-ফিলিপে কুতিনহোর নাম। যদিও আগেই স্পষ্ট হয় নতুন মৌসুমে বার্সার সবচেয়ে বড় তারকার জার্সিতে দেখা যাবে না তাদের।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল, কে পাচ্ছেন বার্সেলোনায় ১০ নম্বর জার্সি। স্পেন জাতীয় দলের ফরোয়ার্ড আনসু ফাতির কাঁধে দেয়া হয়েছে এই গুরু দায়িত্ব।

বুধবার (১ সেপ্টেম্বর) কাতালান ক্লাবটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১৮ বছর বয়সী এই তরুণ স্পেনের জার্সিতে চারটি ও বার্সেলোনার পক্ষে ৪৩ ম্যাচ খেলেছেন। গোল করেছেন যথাক্রমে ৪ ও ১৭টি।

২০১৯ বার্সার হয়ে অভিষেক হয় ফাতির। ক্যারিয়ারের প্রথম ম্যাচে ৩১ নম্বর জার্সিতে মাঠে নেমেছিলেন। যদিও পরের মৌসুমে ২২ নম্বর জার্সি পেয়েছিলেন তিনি।

আফ্রিকার দেশ গিনি বিসাউয়ে জন্ম নেয়া আনসু ফাতি ছয় বছর বয়সে স্পেনের পাড়ি জমান। সেভিয়ার জুনিয়র লেভেলে ফুটবলে হাতে খড়ি হয়। ১০ বছর বয়সে যোগ দেন বার্সার অ্যাকাডেমি লা মাসিয়াতে।

১৬ বছর ২৯৮ দিন বয়সে অভিষেক হয় ফাতির। এতে বার্সার দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার। ১৯৪১ সালে দলটির হয়ে অভিষেক হওয়া ভিন্স মার্টিনেজ ছিলেন তার থেকে মাত্র ১৮ দিনের ছোট।

২০১৯ সালের সেপ্টেম্বরে স্পেনের নাগরিকত্ব পান ফাতি। একই বছর ডাক পান স্প্যানিশ অনূর্ধ্ব ২১ দলে। পরের বছর আগস্টে স্পেন জাতীয় দলের হয়ে অভিষেক হয়। প্রথম ম্যাচেই গোল তুলে নিয়েছিলেন। এতে ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড তার দখলে। ১৭ বছর ৩১১ দিনে ইউক্রেনের বিপক্ষে গোল আদায় করেন তিনি।

এদিকে ফাসির মতো মেসিও লা মাসিয়ার ছাত্র ছিলেন। মূল দলে ২০০৪ সালে অভিষেক হয় শুরুতে ৩০ তার। ১৮ নম্বর পরে বার্সার মাঠ মাতাতে দেখা যায় তাকে। ২০০৮ থেকে ২০২১ পর্যন্ত টানা খেলেছেন ১০ নম্বর জার্সিতে। দলটির হয়ে ১৭ মৌসুম খেলেছেন। ৭৭৮ ম্যাচে গোল সংখ্যা ৬৭২।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়