মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শেষদিনের শেষ ইনিংসে তামিমের অর্ধশতক

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৫২, ২৫ এপ্রিল ২০২১   আপডেট: ২০:৫৬, ২৫ এপ্রিল ২০২১
শেষদিনের শেষ ইনিংসে তামিমের অর্ধশতক

ছবি সংগৃহীত

পাল্লেকেলে টেস্টে ৮ উইকেটে ৬৪৮ রান তুলে ১০৭ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে ২৭ রানে ২ উইকেট হারিয়ে ফেললেও ওপেনার তামিম ইকবালের দুর্দান্ত অর্দশতকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

এর আগে ৫ম দিনের শুরুতেই ধনঞ্জয়া ডি সিলভা ও দিমুথ করুনারত্নেকে তুলে নিয়ে টাইগারদের ভালো শুরুর এনে দেন তাসকিন আহমেদ। ৩ উইকেটে ৫১২ রান নিয়ে দিন শুরু করা লঙ্কানরা। দিনের শুরুতে তাসকিন আহমেদ লঙ্কান দুর্গে আঘাত হানলে পরে দ্রুতই কয়েকটি উইকেট হারায় স্বাগতিকরা।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। দলীয় ৫৫৩ রানে ৬ষ্ঠ উইকেটের পতন ঘটে নিশাঙ্কা (১২) ফিরলে। এরপর একে একে দলীয় ৫৮৫ রানে ডিকওয়েল্লা (৩১) আর ৬৪৭ রানে হাসারাঙ্গা (৪৩) ফিরলে ৮ম উইকেটের পতন ঘটে স্বাগতিকদের।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। এছাড়া দুটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। আর একটি করে উইকেট আছে মেহেদি মিরাজ ও এবাদত হোসেনের ঝুলিতে।

এই রিপোর্ট লেখা অবদি বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫২ রান। উইকেটে আছেন, তামিম (৫০) এবং মুমিনুল (১)।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়