মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

চতুর্থ দিন এখনো পর্যন্ত শ্রীলঙ্কার

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৪৮, ২৪ এপ্রিল ২০২১   আপডেট: ২১:৪৯, ২৪ এপ্রিল ২০২১
চতুর্থ দিন এখনো পর্যন্ত শ্রীলঙ্কার

ছবি সংগৃহীত

ঢাকা (এপ্রিল ২৪): বাংলাদেশের ৫৪১ রানে ইনিংস ঘোষণার পর তৃতীয় দিনটা ৩ উইকেটে ২২৯ রানে শেষ টানে লঙ্কান ব্যাটসম্যানরা। আর চতুর্থ দিনে ৩১৮ রানে পিছিয়ে থেকে শুরু করে করুনারত্নে এবং ধনঞ্জয়া।

চতুর্থ দিনে এসে নিজের শতক তুলে নেন করুণারত্নে। ইনিংসের ৮৬তম ওভারে তাসকিনের করা ৩য় বলে করুণারত্নে ছুঁয়ে ফেলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। শতক ছুঁতে করুণারত্নে খেলেন ২৪৮টি বল। এটি টেস্ট ক্যারিয়ারে তার ১১তম সেঞ্চুরি। আর টাইগারদের বিপক্ষে প্রথম। এর আগে বাংলাদেশের বিপক্ষে ৫৩ রান ছিল করুণারত্নের সর্বোচ্চ রান।

এরপর অর্ধশতক তুলে নেন ধনঞ্জয়াও। ১০২ বলে অর্ধশতকপূর্ণ করেন ধনঞ্জয়া। দেখে শুনে টাইগার বোলারদের ভালোই খেলেছেন গোটা সেশন জুড়ে। তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহিদের পেস তোপের পর তাইজুল ইসলাম ও মেহেদি মিরাজের ঘূর্ণিতেও এতটুকু বিচলিত হননি দুই লঙ্কান ব্যাটার।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ১৪১ রান দুর্দান্ত জুটি গড়ে এই দুই ব্যাটার। আর লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৩৩১ রানে। বাংলাদেশের থেকে তারা পিছিয়ে ২১০ রানের ব্যবধানে। প্রথম সেশনের আগে ধনঞ্জয়া ডি সিলভা ১৩৭ বলে ৭৪ রানে আর দিমুথ করুনারত্নে ২৯০ বলে ১৩৯ রানে অপরাজিত থাকেন।

বিরতির পর দ্রুত ব্যাট চালিয়ে টেস্ট ক্যারিয়ারের ৭ম শতক তুলে নেন ধনঞ্জয়া। ইনিংসের ১০৯তম ওভারে ৪র্থ বলে তাসকিন আহমেদের বলে স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে পূর্ণ করেন শতক। তার সঙ্গে সঙ্গে ব্যাট ঘোরান করুনারত্নেও। এই দুই ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ে চতুর্থ উইকেটে জুটি দাঁড়িয়েছে ১৯২ রানের।

এই রিপোর্ট লেখা অবধি লঙ্কানদের সংগ্রহ ৩ উইকেটে ৩৮২ রান। করুনারত্নে অপরাজিত আছেন ১৬৫ বলে ১১০ রানে। আর ধনঞ্জয়া ডি সিলভা অপরাজিত আছেন ৩১০ বলে ১৫০ রানে। লঙ্কানরা পিছিয়ে আছে ১৫৯ রানে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়