মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

৫৪১ রানে বাংলাদেশের ইনিংস ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:১৪, ২৩ এপ্রিল ২০২১   আপডেট: ২১:১৪, ২৩ এপ্রিল ২০২১
৫৪১ রানে বাংলাদেশের ইনিংস ঘোষণা

ছবি: নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক (সংগৃহীত)

ঢাকা(২৩ এপ্রিল): শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ দল প্রথমদিন যেভাবে অবলীলায় ব্যাটিং করেছে তা দ্বিতীয়দিনেও অব্যাহত থাকে। প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও ২টি উইকেট পড়ে। কিন্তু বৃষ্টি ও পরে আলো কমে যাওয়ায় ২৫ ওভার আগেই প্রথম টেস্টের দ্বিতীয়দিনের খেলা শেষ হয়েছে। 

দিনশেষে ৪ উইকেটে ৪৭৪ রান তুলে ভালো অবস্থানে  রয়েছে সফরকারীরা। মুশফিকুর রহিম ৪৩ ও লিটন ২৫ রানে নট আউট ছিলেন। শুক্রবার বাংলাদেশ তাদের প্রথম ইনিংস ঘোষণা করে ৫৪১ রানে। এই সময় খেলছিলেন মুশফিক ৬৮ ও তাসকিন ৬ রানে। বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে এই রান করতে।

তৃতীয় দিনের খেলা শুরু হয় ১৫ মিনিট আগে। শুরু থেকেই বাংলাদেশ দ্রুত রান তুলতে থাকে। আজ ৫০ রানে আউট হয়েছেন লিটন, তারপর মিরাজ ৩ ও তাইজুল ২ রানে আউট হয়েছেন।

নাজমুল হোসেন শান্ত ১৬৩ রানে ও অধিনায়ক মুমিনুল হক বিদেশের মাটিতে প্রথম শতক হাঁকিয়ে ১২৭ রান করে সাজঘওে ফেরেন। কিন্তু দু’জন তৃতীয় উইকেটে ২৪২ রানের রেকর্ড জুটি গড়ে বড় সংগ্রহ পাইয়ে দেন বাংলাদেশকে। বাংলাদেশ ৫৪১ রান করতে ১৭৩ ওভার খেলেছে।

শ্রীলঙ্কা আজ তৃতীয় দিন ৭৮ ওভার খেলার সুযোগ পাবে। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়