পাল্লেকেলেতে শান্তর দুর্দান্ত সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি সংগৃহীত: নাজমুল হোসেন শান্ত
ঢাকা (এপ্রিল ২১): বারবার ব্যর্থ হওয়ার পরও টিম ম্যানেজমেন্ট কেন নাজমুল হোসেন শান্তর ওপর আস্থা রাখছিলেন ২২ বছর বয়সী তরুণ তা আজ বুঝিয়ে দিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টের প্রথম দিনে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন বাংলাদেশি এই তরুণ।
ধনঞ্জয়া ডি সিলভাকে কাভারের ওপর দিয়ে সীমানা ছাড়া করে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেছেন ২৩৭ তম বলে। তার ইনিংসে রয়েছে চারের মার ১২টি, ছক্কা ১টি।
আগের ছয় টেস্টে তার গড় ২১.৯০। ফিফটি মাত্র একটা, সেটা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে। ওয়ানডে ও টি-টোয়েন্টির দশাও খারাপ। ৮ ওয়ানডেতে ১১.৬২ গড়ে রান করেছেন মাত্র ৯৩। টি-টোয়েন্টিতে ৩ ম্যাচ খেলে রান মোটে ২৪। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ শান্ত ছিলেন পুরো ব্যর্থ। সাকিবের অনুপস্থিতিতে সেই তিন নম্বর পজিশনে নেমেই আজ আস্থার প্রতিদান দিলেন তরুণ ব্যাটসম্যান।
শুরুতে তামিম ইকবাল একপ্রান্ত থেকে রান তুলছিলেন অবলীলায়। ফলে শুরুতে অন্য প্রান্তে ঝুঁকি নিতেই হয়নি শান্তকে। একেবারে কপিবুক ক্রিকেটে ধীরে ধীরে এগিয়েছেন প্রথম সেঞ্চুরির দিকে। তামিম ইকবাল ১০১ বলে ৯০ রান করে ফেরার আগে শান্ত ফিফটি পেরিয়েছিলেন। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি ছুঁয়েছেন ১১২ বলে।