হাসপাতালে ভর্তি মুরালিধরন, লাগবে অ্যাঞ্জিওপ্লাস্টি
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি সংগৃহীত: মুত্তিয়া মুরালিধরন
ঢাকা (এপ্রিল ১৯): একদিন আগেই ৪৯-এর জন্মদিন পালন করলেন শ্রীলংকার স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। সেই জন্মোৎসব পালনের রেশ কাটতে না কাটতেই হাসপাতালে ভর্তি হলেন তিনি।
রোববার রাতে হৃদযন্ত্রের সমস্যা দেখা দিলে হঠাৎ করেই অবস্থার অবনতি ঘটতে থাকে। কোনোই ঝুঁকি না নিয়ে ভারতের চেন্নাইয়ের স্থানীয় একটি হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয় তাকে।
হাসপাতাল থেকে বলা হয়, মুরালিধরনের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে এবং এরপর তার হৃদযন্ত্রের বর্তমান পরিস্থিতির বিষয়ে জানা যাবে।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর হিসেবে কাজ করছেন মুরালিধরন। যে কারণে এ মুহূর্তে দলের সঙ্গে ভারতের চেন্নাইয়ে অবস্থান করতে হচ্ছে তাকে। আর সেখানেই বুকের ব্যথায় হাসপাতালে ভর্তি হতে হলো এই কিংবদন্তিকে।
সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী শানমুগানাথান ক্রিকবাজকে জানান, ‘আইপিএলে আসার আগেই শ্রীলংকার ডাক্তাররা তার হৃদযন্ত্রে ব্লকেজের বিষয়টি জানিয়েছিলেন৷ কিন্তু তখন তাকে বলা হয়, তার কোনো স্টেন্টের দরকার নেই। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের ডাক্তাররা এখন তাকে বলছেন অ্যাঞ্জিওপ্লাস্টির কথা, যা তিনি শিগগিরই করাতে চান।
মুরালিভক্তদের ঘাবড়াবার কিছু নেই বলে আশ্বস্ত করেন শানমুগানাথান। বলেন, হাসপাতালে মুরালিধরন এখন বেশ ভালো আছেন। কথা বলছেন। ভালো ঘুম হয়েছে তার। আশা করছি শিগগিরই তাকে আবারও সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে দেখা যাবে।




















