বিশ্বের নতুন সেরা ব্যাটসম্যান বাবর আজম
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি সংগৃহীত: বাবর আজম
ঢাকা (এপ্রিল ১৫): ভারতীয় তারকা বিরাট কোহলিকে হটিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠে বসেছেন বাবর আজম। এর আগে দীর্ঘদিন ধরে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ ব্যাটসম্যান ছিলেন কোহলি।
বুধবার (১৪ এপ্রিল) দুপুরে ওয়ানডে ফরম্যাটের সর্বশেষ র্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তাতে এবার ব্যাটিং ক্যাটাগরিতে সবার ওপরে বাবরের নাম।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজটা দারুণ কেটেছে বাবরের। তিন ম্যাচে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে ৭৬ গড়ে ২২৮ রান করেছেন পাকিস্তানি অধিনায়ক। যাতে র্যাংকিংয়ের মূল্যবান ২৮টি রেটিং পয়েন্ট পেয়েছেন তিনি। এতেই পিছিয়ে পড়লেন কোহলি। শীর্ষে থাকা বাবর এখন কোহলির চেয়ে ৮ রেটিং পয়েন্টে এগিয়ে। বাবরের ৮৬৫, আর কোহলির ৮৫৭।
জহির আব্বাস, জাভেদ মিঁয়াদাদ ও মোহাম্মদ ইউসুফের পর তৃতীয় পাকিস্তানি হিসেবে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ ব্যাটসম্যান হলেন বাবর। পাকিস্তানের তরুণ তারকা টেস্ট র্যাংকিংয়ে পঞ্চম ও টি-টোয়েন্টিতে বর্তমানে তিন নম্বরে আছেন।
উল্লেখ্য বাবর, ফখর, আফ্রিদিদের দারুণ পারফরম্যান্সে কদিন আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান।