স্যামসনের দুর্দান্ত সেঞ্চুরির পরেও হেরে গেলো রাজস্থান রয়েলস
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি সংগৃহীত
ঢাকা (এপ্রিল ১৩): গতকাল সোমবার রাজস্থান রয়েলসকে আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ ২২২ রান তাড়া করে জয় পেতে হতো। সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন অধিনায়ক স্যামসন। তবু জেতা হলো না। বিশাল লক্ষ্য ডিঙাতে গিয়ে ২১৭ রানে থামে রাজস্থান রয়েলসের ব্যাটসম্যানরা। ফলে মাত্র ৪ রানে নিজেদের প্রথম ম্যাচ জিতে নিল পাঞ্জাব কিংস।
সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রানের বন্যা বয়ে গেছে। দুই ইনিংস মিলিয়ে ৪০ ওভারের এক ম্যাচেই হয়েছে ৪৩৮ রান!
গতকাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত ইনিংস খেলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক লোকেশ রাহুল। মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি পূরণ করতে পারেননি। পরে ক্যারিবীয় ওপেনার ক্রিস গেইলের ৪০ রান ও দীপক হুডার মাত্র ২৮ বলে ৬৪ রানের টর্নেডো ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে ২২১ রান তোলে পাঞ্জাব।
রাজস্থান রয়েলস তাদের ইনিংসের শুরুতে দলের সেরা অলরাউন্ডার বেন স্টোকস শূন্য রানে ও মানান ভোরাকে ১২ রানে হারায়। অপরদিকে ওয়ানডাউনে নামা অধিনায়ক স্যামসন যেন একাই খেলার মোড়ই ঘুরিয়ে দিলেন।
রাজস্থানের অন্যপ্রান্তের ব্যাটসম্যানরা ছোট ছোট ক্যামিও ইনিংস খেলে বিদায় নিতে থাকেন। কিন্তু অধিনায়ক একাই দলকে টেনে নিয়ে যান লক্ষ্যের কাছাকাছি। জশ বাটলার, শিভাম দুবে ও রিয়ান পরাগ যথাক্রমে ২৫, ২৩ ও ২৫ রান যোগ করে আউট হন।
ম্যাচের ১৮তম ওভারে ঝাই রিচার্ডসনের প্রথম ৩ ডেলিভারিতে ১৪ রান নেন স্যামসন। আইপিএলে অধিনায়ক হিসেবে অভিষিক্ত হয়েই পূরণ করেন সেঞ্চুরি। ওই ওভারে ১৯ রান নেন স্যামসন। অর্থাৎ বাকি ১২ বলে প্রয়োজন ছিলো ২৩ রান।
তবে ১৯তম ওভারের প্রথম বলেই আউট হয়ে যান রাহুল তিওয়াতিয়া। শেষ ওভারটি আর্শদ্বীপ সিংয়ের হাতে তুলে দেন পাঞ্জাব অধিনায়ক রাহুল। সেই ওভারে ছক্কা হাঁকালেও পূর্ণ ১৩ রান আর যোগ করতে পারেননি স্যামসন।
ফলে ২২১ রান করেও মাত্র ৪ রানে জয় পায় প্রীতি জিনতার দল পাঞ্জাব। অপেক্ষা করতে হয় শেষ বল অবধি।
পাঞ্জাবের পক্ষে সফল বোলার আর্শদ্বীপ সিং। তিনি নিয়েছেন ৩ উইকেট। মোহাম্মদ সামি পেয়েছেন ২টি। রিচার্ডসন ও মেরেডিথ একটি করে উইকেট শিকার করেছেন।