শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেলো বাংলাদেশ ক্রিকেট দল
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি সংগৃহীত
ঢাকা (এপ্রিল ১২): শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সোমবার দুপুর সাড়ে ১২টায় শ্রীলঙ্কার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে টাইগাররা।
শ্রীলঙ্কা পৌঁছে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে ১৫-১৬ এপ্রিল কোয়ারে্নটাইন চলাকালীন অনুশীলন করবে সফরকারীরা। ১৭-১৮ এপ্রিল অুনষ্ঠিত হবে নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। এরপর ১৯ ও ২০ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজপূর্ব অনুশীলন করবে ডমিঙ্গোর শিষ্যরা।
একই ভেন্যুতে ২১-২৫ এপ্রিল শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ও ২৯ এপ্রিল-৩ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।