মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

মইন আলী জঙ্গী – তসলিমার মন্তব্যে তোলপাড় ইংল্যান্ড ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০৬, ৭ এপ্রিল ২০২১  
মইন আলী জঙ্গী – তসলিমার মন্তব্যে তোলপাড় ইংল্যান্ড ক্রিকেট

ছবি: মইন আলি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন তসলিমা নাসরিন

ঢাকা (এপ্রিল ০৭): আরও একবার বিতর্কের ঝড় তুললেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি এ বার ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মইন আলি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে কাঠগড়ায় উঠলেন। তিনি বলেছেন, ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকলে নাকি, সিরিয়ায় গিয়ে এই তারকা ক্রিকেটার জঙ্গি সংগঠনে যুক্ত হতেন। তাঁর এ হেন মন্তব্যের জেরে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

তসলিমা টুইটে লিখেছেন, ‘মইন আলি যদি ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকতেন, তবে সিরিয়ায় গিয়ে আইএসআইএস-এ যোগ দিতেন।’ তসলিমার এই কুৎসিত মন্তব্য কেউই ভাল ভাবে নিচ্ছেন না। রীতিমতো ট্রোলডের শিকার হয়েছেন বাংলাদেশের লেখিকা। প্রত্যেকে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

ইংল্যান্ডের মইন আলির সতীর্থ জোফ্রে আর্চার তো তসলিমাকে এক হাত নিয়েছেন। তিনি পাল্টা টুইট করে লিখেছেন, ‘আপনি কি ঠিক আছেন? আমার মনে হয় না আপনি ঠির আছেন।

মঈন এখন আইপিএল খেলতে ভারতে আছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে এবার মাঠ মাতাবেন ইংলিশ এই অলরাউন্ডার। ধর্মভিরু এই ক্রিকেটার কখনোই অ্যালকোহল জাতীয় পানীয়ের প্রচারণায় নিজেকে জড়াতে চান না। তাই জার্সিতে স্পন্সর হিসেবে দলের সবাই ‘মদে’র ব্র্যান্ডের লোগো ব্যবহার করলেও মঈন অনুরোধ করে নিজের জার্সি থেকে লোগো সরিয়ে নেন।

এবারও তেমন অনুরোধই করেছেন চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির কাছে। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ তার ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে লোগো সরিয়ে দিতে রাজি হয়েছে বলেও ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

বিষয়টি সেখানেই মিটে গিয়েছিল। তসলিমা নাসরিন হঠাৎ করেই সেখানে খোঁচা দিতে গিয়ে উল্টে নিজেই ট্রোলডের শিকার হলেন। পরবর্তীতে তসলিমা সাফাই দিয়ে বলেন, ‘যারা আমাকে নিয়ে ঘৃণা ছড়ায় তাঁরা অন্তত এটুকু জানে যে, মইনকে নিয়ে করা আমার টুইট ব্যাঙ্গাত্মক ছিল মাত্র। আমি মুসলিমদের মধ্যে ধর্মনিরপেক্ষতা ছড়াতে এই ইস্যু তুলেছি। আমি ইসলামিক কট্টরবাদের বিরোধী। মানবতার বৃহত্তম সমস্যা হ’ল নারী-সমর্থিত বামপন্থীরা নারী বিরোধী ইসলামী মৌলবাদীদের সমর্থন করে।’

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়