পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা দিলো ভারত
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ফাইল ছবি: ভারত-পাকিস্তান ম্যাচ
ঢাকা (এপ্রিল ০৭): সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক সেই সমস্যার রেশ পড়েছে ক্রীড়াঙ্গনেও। যার কারণে দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুই দেশের মধ্যে সকল দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে।
পিসিবির পক্ষ থেকে আইসিসিকে পাঠানো আবেদনে জানানো হয়েছে, ভারতের ভিসার নিশ্চয়তা দিতে হবে। তা না হলে বিশ্বকাপ ভারতের পরিবর্তে অন্য কোথাও আয়োজন করতে হবে।
পিসিবির সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতের ভিসার নিশ্চয়তা দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বড় বড় টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের মাঠে লড়াই এখন দেখাও যায় না।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের মর্যাদার এ আসরে অংশ নিতে ভারতের ভিসার নিশ্চয়তা চেয়ে আগেই আবেদন করেছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।