সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

বাফুফের দুর্নীতিতে নাখোশ ফিফা, বন্ধ অর্থ বরাদ্দ

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৩২, ৬ এপ্রিল ২০২১   আপডেট: ২২:২৫, ৬ এপ্রিল ২০২১
বাফুফের দুর্নীতিতে নাখোশ ফিফা, বন্ধ অর্থ বরাদ্দ

লোগো: বাফুফে ও ফিফা

ঢাকা (এপ্রিল ০৬): গত তিন মাস ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। অর্থ ব্যয়ে স্বচ্ছতার অভাব, অডিট ও আর্থিক লেনদেনের প্রক্রিয়ায় অসন্তুষ্ট হয়ে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ফিফার সাথে আমাদের এই বিষয়ে মঙ্গলবার সভা রয়েছে। ফিফা আমাদের আর্থিক বিষয়ে আরও কিছু নির্দেশনা দিয়েছে। মঙ্গলবারের সভার পরেই মূলত এই বিষয়ে স্পষ্ট করে বলা যাবে।’

অর্থ বিভাগের কর্মকর্তাদের উপর সন্তুষ্ট নন বাফুফের সিনিয়র সহসভাপতি নিজেও। বিশেষ করে প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ব্যর্থ হয়েছেন বলে মনে করেন তিনি। ইতোমধ্যে কারন দর্শানোর নোটিশও দেয়া হয়েছে তাকে। এর আগেও দুর্নীতি দমন কমিশন তলব করেছিলো এই কর্মকর্তাকে।
দেশের ফুটবলকে উন্নত করতে বড় একটি অর্থ ব্যয় করে থাকে ফিফা। সংস্থাটি প্রতি বছর চার কিস্তিতে প্রায় সাড়ে চার লাখ ডলার বরাদ্দ দিয়ে থাকে। যা বাংলাদেশি টাকায় চার কোটি টাকার সমপরিমাণ। কিন্তু চলতি বছরের প্রথম কোয়ার্টারে এখনো কোনো অর্থ পায়নি বাফুফে। ফিফা নাখোশ হয়ে ৩০ মার্চ এ বিষয়ে ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়