সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

বিশ্বের প্রথম নারী ধারাভাষ্যকারের মৃত্যু

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৩৫, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ২১:৫৩, ৫ এপ্রিল ২০২১
বিশ্বের প্রথম নারী ধারাভাষ্যকারের মৃত্যু

বিশ্বের প্রথম নারী ধারাভাষ্যকার চন্দ্রা নায়ডু (ছবি সংগৃহীত)

ঢাকা (এপ্রিল ০৫): বিশ্বের প্রথম নারী ধারাভাষ্যকার চন্দ্রা নায়ডু দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজ বাসায় গতকাল রবিবার মারা যান। মৃত্যুর সময় তার বয়স ছিলো ৮৮ বছর। তার পরিবারের পক্ষ থেকে এই সংবাদ ভারতীয় গনমাধ্যমকে নিশ্চিত করা হয়।

চন্দ্রা নায়ডু ছিলেন ভারতের সর্বপ্রথম টেস্ট ক্যাপ্টেন ও কিংবদন্তী ক্রিকেটার সি.কে. নায়ডুর মেয়ে।চন্দ্রা নায়ডু নিজে ছিলেন একজন ইংলিশ প্রফেসর, যিনি ৭০ এর দশকে ছিলেন একজন প্রতিষ্ঠিত ও ক্রিকেট বিশ্বের প্রথম নারী ধারাভাষ্যকার।

ক্রিকেটের সাথে ছোটবেলা থেকেই জড়িত ছিলেন চন্দ্রা নায়ডু। খেলেছেন মেয়েদের ঘরোয়া ক্রিকেট দলের হয়েও। একই সাথে তিনি মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের(এমপিসিএ) একজন আজীবন সদস্য।

মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি, অভিলাষ কেলান্দার বলেন, নায়ডু খুবই চমৎকার করে ধারাভাষ্য দিতে পারতেন। সেসময় মধ্য প্রদেশের অনেক ম্যাচের ধারাভাষ্য তিনি করেছেন। ওইসময়ে নারীদের জন্য বিশেষ সুবিধা না থাকলে সব সামলে তিনি ক্রিকেটও খেলেছেন।

চন্দ্রা নায়ডুর পরিবারের পক্ষ থেকে বলা হয়, অসুস্থতার দরুন দীর্ঘদিন যাবত বাসাতেই ছিলেন তিনি। তবে সবসময়ই ক্রিকেট দেখতেন, খোঁজ রাখতেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়