দোয়া চাইলেন করোনা আক্রান্ত আশরাফুল
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

মোহাম্মদ আশরাফুল। ছবি: সংগৃহীত
ঢাকা (২৯ মার্চ): জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার তার নমুনা পরীক্ষা করা হলে, রবিবার তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানা যায়। তাই ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল করোনাভাইরাস থেকে উত্তরণের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সোমবার আশরাফুলের দ্বিতীয় নমুনা পরীক্ষার ফল পাওয়া যাবে। তিনি এ ব্যাপারে গণমাধ্যমে জানান, ‘দোয়া করবেন যেন দ্বিতীয় পরীক্ষায় সুখবর পাই। আমার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই, কোনো অসুবিধাও নেই।’
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) বরিশালের হয়ে খেলছেন আশরাফুল। সেখানে নিয়মিত করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ৩৬ বছর বয়সী এ ব্যাটসম্যান। দ্বিতীয়বার করানো পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসলে সোমবার মোহাম্মদ আশরাফুলের জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে কোনো বাধা থাকবে না। আর ফলাফল পজিটিভ পাওয়া গেলে পুরোপুরি আইসোলেশনে থাকতে হবে।