শনিবার

২৭ ডিসেম্বর ২০২৫


১৩ পৌষ ১৪৩২,

০৬ রজব ১৪৪৭

আসিফ মাহমুদের ব্যানার নামিয়ে ফেলার অনুরোধ

স্পোর্টস ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:০৯, ১৪ আগস্ট ২০২৪  
আসিফ মাহমুদের ব্যানার নামিয়ে ফেলার অনুরোধ

সংগৃহিত

স্পোর্টস ডেস্ক :বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ছবি ব্যবহার করে ব্যানার-ফেস্টুন না করার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ইতোমধ্যে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় ব্যানার এবং ফেস্টুন তৈরি করা হচ্ছে। যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর।’

তিনি বলেন, ‘আমরা সকলে মিলেমিশে একটি নতুন এবং সত্যিকারের জনগণের স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করছি। যেখানে নেতা নয়, নীতি বড় হবে। তাই, সকলকে আমার ছবি ব্যবহার করে ব্যানার এবং ফেস্টুন তৈরি করা থেকে বিরত থাকার আহ্বান করছি। যেসব ব্যানার করা হয়েছে সেগুলোও নামিয়ে ফেলার অনুরোধ করছি।’

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিভিন্ন জায়গায় ভুয়া সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে অনৈতিক কাজের চেষ্টা করারও অভিযোগ এসেছে, যা খুবই দুঃখজনক। সুতরাং, সমন্বয়ক পরিচয়ে কেউ যদি কোনও প্রকার অন্যায় কাজের সাথে লিপ্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়