রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

ওডিআই ক্রিকেটারদের নতুন র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৪৫, ২৫ মার্চ ২০২১  
ওডিআই ক্রিকেটারদের নতুন র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি

বুধবার প্রকাশিত আইসিসি ওডিআই ক্রিকেটার র‍্যাঙ্কিং

ঢাকা (মার্চ ২৪): বুধবার ওয়ানডে ক্রিকেট র‍্যাংকিং নতুন হালনাগাদ করে প্রকাশ করেছে আইসিসি যেখানে ৮৬৮ পয়েন্ট নিয়ে ব্যাটিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বোলিংয়ে প্রথম স্থানে আছে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, তার পয়েন্ট ৭৪২। আর ৪১২ পয়েন্ট নিয়ে সেরা অল-রাউন্ডারের তালিকায় বরাবরের মতোই শীর্ষে সাকিব আল হাসান।

বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবাল ৩ ধাপ এগিয়ে এখন ১৯ নাম্বারে। তার পয়েন্ট এখন ৬৮৯। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফটি করায় তার র‍্যাংকিংয়ে এই উন্নতি। এছাড়া মোহাম্মদ মিথুন শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৭৩ রান খেলায় ১২ ধাপ এগিয়ে এখন ৮২ নাম্বারে আছেন।

ইংল্যান্ডের ড্যাশিং ওপেনার জনি বেয়ারস্টো ৭৭৫ পয়েন্ট নিয়ে তার ক্যারিয়ার সেরা ৭ নাম্বারে রয়েছেন ব্যাটিং র‍্যাংকিংয়ে। ৪ ধাপ এগিয়েছেন তিনি। বিরাট কোহলির পরের স্থানটা বাবর আজমের। এক ধাপ এগিয়ে ৮৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি।

অল-রাউন্ডার র‍্যাংকিংয়ে সাকিবের পরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী ইংল্যান্ডের বেন স্টোকস। তাদের পয়েন্ট যথাক্রমে ২৯৪ ও ২৯০। পয়েন্ট ব্যবধানে সাকিবের থেকে যোজন দূরেই আছেন তারা। অল-রাউন্ডার র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে মিচেল সার্টনারের। ২৬৭ পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে এখন তিনি ৭ নাম্বারে।

বোলিং র‍্যাংকিংয়ে বাংলাদেশী স্পিনার মেহেদী হাসান মিরাজ ৬৭৮ পয়েন্ট নিয়ে আগের মতো ৪ নাম্বারেই আছেন। তবে অবনতি হয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। ৬৩৬ পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ে ১১ নাম্বারে আছেন তিনি।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়